দেশ 

সাংসদ-বিধায়ক হলেও আদালতে প্র্যাকটিস করতে পারবে : সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও আইনজীবীরা আদালতে প্র্যাকটিস করতে পারবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। বিজেপি নেতা, আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দাখিল করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং দুই বিচারপতি এ.এম খানউইলকার ও ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ বলেছেন, দেশের বার কাউন্সিলের নিয়মে তাঁদের প্র্যাকটিসের ওপর কোনো রকম নিষেধাজ্ঞা নেই।

এর আগে অবশ্য সুপ্রিম কোর্ট এ ব্যাপারে, কেন্দ্রের বক্তব্য জানতে চায়। কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতকে জানায়, বিধায়ক বা সাংসদ একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি সরকারের সর্বক্ষণের কর্মী নন। সেকারণে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই।

Advertisement

আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী শেখর নাফাড়ে বলেন, একজন জনপ্রতিনিধি, জনগণের করের টাকা থেকে বেতন পান। বার কাউন্সিল, কোনো বেতনভুক কর্মীকে আদালতে প্র্যাকটিসের অনুমোদন দেয় না। বে়ঞ্চ জানান, কোনো পদে নিয়োগের ক্ষেত্রে কর্তা-কর্মী সম্পর্ক হয়, ভারত সরকার, একজন সাংসদের নিয়োগকর্তা নয়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + eleven =