কলকাতা 

পুজোর আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করল রাজ্য সরকার , রাজ্যের সব ডিআইদের নতুন করে শূন্যপদের তালিকা জমা দেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের

শেয়ার করুন
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে ঘিরে অশান্তির প্রেক্ষিতে রাজ্য সরকার আগামী পুজো পর্যন্ত সব শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত কাল সোমবার রাজ্যের সব জেলা পরিদর্শকদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৈঠক করেন । সেই বৈঠকে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় । একই সঙ্গে শূন্যপদ ঠিক করার বিষয়ে জেলা শাসককে দায়িত্ব দেওয়া হবে বলে ওই বৈঠকে ঠিক হয়েছে ।

সেই সঙ্গে রাজ্যের সব বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশে দেওয়া হয়েছে নতুন করে শূন্যপদগুলি বিচার করার । আগামী ৫ অক্টোবরের মধ্যে জেলা পরিদর্শকদের শিক্ষক-অশিক্ষক কর্মীদের তালিকা নতুন করে তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠাতে হবে । একই সঙ্গে বিদ্যালয়ের পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও ডিআইদের জমা দিতে হবে । সেই রিপোর্ট জমা পড়ার পরেই সবদিক খতিয়ে দেখে পুজোর পরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অশান্তি হওয়ার পর তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে, প্রকৃত শূন্যপদের সঙ্গে বাস্তবে অনেক অমিল রয়েছে । মঙ্গলবার বহুল প্রচারিত এক বাংলা দৈনিকে বিষয়টি ফলাও করে প্রকাশ করা হয়েছে । অনেক বিদ্যালয়ে বহুদিন ধরে যে বিষয় শূন্যপদ রয়েছে তা পূরণ না করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে শিক্ষক নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে । এ রকম ঘটনা রাজ্য জুড়েই ঘটেছে বলেই বিশেষ সূত্রে জানা গেছে । আবার অনেক ক্ষেত্রে এমনও অভিযোগ উঠেছে ,সেই বিষয়ে কোনো শূন্যপদই নেই , আবার শিক্ষক থাকা সত্ত্বে সেই বিষয়ের শিক্ষক নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ । এই বিষয়টি সরকারের নজরে আসার সঙ্গে সঙ্গে নতুন করে শূন্যপদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে । শূন্যপদের চূড়ান্ত তালিকা না আসা পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে বলে শিক্ষা মহল মনে করছে।


শেয়ার করুন
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × five =