কলকাতা 

Calcutta High Court: ভাদু শেখ খুনের তদন্তে কী সিবিআই, প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পেছনের রহস্য উন্মোচনে কী এবার সিবিআই তদন্তের নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট?  সোমবার বগটুই গণহত্যা মামলার শুনানিতে সিবিআই এর কাছে ভাদু হত্যার তদন্ত করতে সিবিআই রাজি কিনা জানতে চান প্রধান বিচারপতি।

গত ২১ মার্চ রাতে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। ভাদু-হত্যার এক ঘণ্টার মধ্যে ওই গ্রামের ৮টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। মৃত্যু হয় নয় জনের। বগটুই-কাণ্ডের মতো ভাদু-হত্যার তদন্তভারও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি মামলা দায়ের হয় হাই কোর্টে।

Advertisement

সোমবার ওই মামলার শুনানিতে সিবিআই-এর অবস্থান জানতে চয় আদালত। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই রিপোর্ট দিয়ে এই বিষয়ে নিজেদের অবস্থান জানাতে হবে। বলতে হবে, তারা কি ভাবছে ভাদু শেখ-হত্যার তদন্তভার পেলে বগটুই-কাণ্ডের তদন্ত আরও সহজ হবে? এ নিয়ে আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে প্রতিক্রিয়া দিতে বলেছে আদালত। ওই দিনই মামলার পরবর্তী শুনানি রয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ