আন্তর্জাতিক 

Pakistan National Assembly: পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশ মত ন্যাশনাল এসেম্বলি ভেঙে দিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের গদিকে অটুট রাখতে পারলেন। আজ রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি অধিবেশন বসে। সেই অধিবেশনের মূল আলোচনার বিষয় ছিল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব। সংসদের অধিবেশন চলাকালীন সময়ে হঠাৎই ইমরান খান পাক প্রেসিডেন্ট আরিফ আলভীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর কিছুক্ষণ পরেই সংসদের অধিবেশনে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসেমী সুরি। তিনি সে দেশের সংবিধানের পার্ট নম্বর ধারার ক্ষমতা প্রয়োগ করে এই অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। অনাস্থা প্রস্তাব বাতিলের পরি পরি পাক প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা করেন ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেয়া হয়েছে। পরবর্তী নির্বাচন খুব শিগগিরই ঘোষণা করা হবে।

Advertisement

এরপর প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নাগরিকদের কাছে আবেদন করেন নতুন করে ভোটের জন্য তৈরি হওয়ার জন্য। তিনি বলেন আপনারা ঘাবড়াবেন না। আল্লাহ পাকিস্তানের দিকে নজর রেখেছেন তিনি আমাদের মদত দেবেন।তিনি দেখছেন, কী ভাবে তাঁর সরকার ফেলতে বিরোধীরা পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এর পরই ইমরানকে বলতে শোনা যায়, দেশবাসীই স্থির করুন, তারা কাকে ক্ষমতায় দেখতে চান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ