জেলা 

Bogtui Violence : ‘কয়েকটি বাড়ি জ্বলছে জ্বলুক, তা নিয়ে বেশি মাতব্বরি করার প্রয়োজন নেই’ একথা আনারুলকে বলেছিলেন জেলার এক প্রভাবশালী নেতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই হেফাজতে থাকা রামপুরহাটের প্রাক্তন তৃনমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন এবার বগটুই কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন বলে ডিজিটাল আনন্দবাজার সূত্রে খবর। ডিজিটাল আনন্দবাজার সিবিআই সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লিখেছে,বগটুইয়ের কয়েকটি বাড়িতে আগুন লাগার কথা তিনি জেলার শীর্ষ নেতাদের জানিয়েছিলেন বলে দাবি করেছেন আনারুল।একই সঙ্গে তাঁর দাবি, ‘কয়েকটি বাড়ি জ্বলছে জ্বলুক, তা নিয়ে বেশি মাতব্বরি করার প্রয়োজন নেই’ বলে এক নেতা তাঁকে ধমক দিয়েছিলেন। সেই কারণেই ঘটনার সময় তিনি বগটুইয়ে যাননি বলে জেরায় আনারুল জানিয়েছেন বলে তদন্তকারীদের দাবি।

উল্লেখ্য,রামপুরহাটের বগটুইয়ে ৯ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেনকে দায়ী করেছিলেন এবং পুলিশকে গ্রেপ্তার করতে বলেন। অনারুলকে ওই দিনেই গ্রেপ্তার করা হয়।

Advertisement

সেই আনারুল হোসেন এখন সিবিআইয়ের হেফাজতে।তাকে দফায় দফায় জেরা করেছে সিবিআই। তদন্তকারীরা জানান, বগটুইয়ের কয়েকটি বাড়িতে আগুন লাগার কথা তিনি জেলার শীর্ষ নেতাদের জানিয়েছিলেন বলে দাবি করেছেন আনারুল।একই সঙ্গে তাঁর দাবি, ‘কয়েকটি বাড়ি জ্বলছে জ্বলুক, তা নিয়ে বেশি মাতব্বরি করার প্রয়োজন নেই’ বলে এক নেতা তাঁকে ধমক দিয়েছিলেন। সেই কারণেই ঘটনার সময় তিনি বগটুইয়ে যাননি বলে জেরায় আনারুল জানিয়েছেন বলে তদন্তকারীদের দাবি।

সিবিআইয়ের এক কর্তার দাবি, বীরভূম জেলার পুলিশ ও প্রশাসনের উপরে যে রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণ রয়েছে, একের পর এক পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে। পুলিশ ও প্রশাসনের সর্বস্তরের বদলি, পদোন্নতি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতেই হয়। তাই সহজেই পুলিশকর্তাদের ‘নিষ্ক্রিয়’ থাকার নির্দেশ দেওয়া যায় বলে তাঁর দাবি।

সৌজন্যে : ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ