কলকাতা 

Rampurhat Clash: বগটুই- হত্যাকাণ্ডে সিবিআইকে বিশেষ ক্ষমতা দিল হাইকোর্ট, কী সেই ক্ষমতা জানতে চান? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত সোমবার বীরভূমের রামপুরহাট এর বগটুই গ্রামে যে নারকীয় ও নৃশংসভাবে কয়েক জনকে পুড়িয়ে মারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনার তদন্ত সিবিআই কে দিয়ে করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু নির্দেশই নয় একইসঙ্গে এই মামলায় সিবিআইকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, শুধু অভিযুক্ত নন, এই ঘটনায় কাউকে সন্দেহ হলে তাঁকেও গ্রেফতার এবং নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই।

Advertisement

মামলার শুনানি শুরু হলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “আমরা ওই ঘটনার সবিস্তার পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলা সিবিআইকে দেওয়া প্রয়োজন।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বিচারব্যবস্থা এবং সমাজের প্রতি ন্যায়-বিচারের জন্য স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই-এর হাতে তুলে দিতে চায় আদালত।”

এর পরই রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, সিবিআইকে সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যকে। এই মামলায় রাজ্যের গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।

আদালতের আরও নির্দেশ, শুধু মাত্র ‘কেস পেপার’ তৈরি করেই থেমে থাকবে না সিবিআই। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা এবং তদন্তের প্রয়োজনে গ্রেফতার করতে হবে। তদন্ত কত দূর এগলো তার প্রাথমিক রিপোর্ট পরবর্তী শুনানির মধ্যে জানানো নির্দেশ দিয়েছে সিবিইকে। এই মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ