কলকাতা 

মাধ্যমিক ২০২২ :  চোখ বুলিয়ে নাও ● ভূগোল ; অভিজ্ঞ শিক্ষকমন্ডলী শেষ মুহূর্তের পরামর্শ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

🌹

                মাধ্যমিক ২০২২

           *চোখ বুলিয়ে নাও ● ভূগোল*

                 সৌজন্যে : অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

                   সহযোগিতায় :  অনুসন্ধান কলকাতা

                     উপস্থাপনা : বাংলার জনরব

আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। নিশ্চয় আগের পরীক্ষাগুলো তোমাদের ভালো হয়েছে এবং প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেছ। এবার ভূগোল পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলি 

Advertisement

● বিভাগ ক– নির্বাচন ধর্মী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরপর লিখবে। কেউ কোনো প্রশ্ন ছেড়ে আসবে না অর্থাৎ যেটা সঠিক উত্তর- তোমরা সেটা লিখবে।

● বিভাগ খ– এখানে তোমরা চার ধরনের প্রশ্নের একই রকমভাবে পরপর দাগ নম্বর অনুসারে লিখবে। যদি কোন প্রশ্ন না লিখতে পারো তার জন্য জায়গা রেখে দেবে পরে আবার সেই উত্তরটা লিখে নেবে। দুই এর দাগের 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু খেয়াল রাখবে যেন বামদিকের সাথে ডানদিকের সঠিক উত্তরটা মিলিয়ে লেখা হচ্ছে কিনা ।

● গ,ঘ বিভাগ — এখানে তোমরা বিকল্প প্রশ্ন গুলো ভালো করে লক্ষ্য রাখবে ।দু’নম্বর মানের ক্ষেত্রে সংক্ষিপ্ত করে উত্তরগুলো লিখবে । তিন নম্বর মানের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যেন কমপক্ষে তিনটি বৈশিষ্ট্য, তিনটি পার্থক্য যেনো লেখা হয়।

● বিভাগ ঙ– এখানে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন যেটা তোমরা ভালো করে লিখতে পারবে সেটা লিখবে ।তিনটি ভূমিরূপ সঠিক চিত্র সহ কিন্তু বর্ণনা করবে। তিনটের বেশি ভূমিরূপ কিন্তু লিখবে না ।আর ভারতের ক্ষেত্রেও তাই,,যেটা তোমরা ভালো করে লিখতে পারবে সেই উত্তরটাই লিখবে। ভারতের কৃষি থেকে ভারতের কৃষিজ ফসল যদি লেখ তাহলে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ বৃষ্টিপাত- উষ্ণতা -আদ্রতা- মৃত্তিকা- ভূমিরূপ এবং অন্যান্য কারণ পয়েন্ট করে লিখবে ।আর শিল্পেরক্ষেত্রে পাঁচটি প্রধান কারণ যেমন -কাঁচামাল ,শক্তি সম্পদ, পরিবহন ও যোগাযোগব্যবস্থা, বন্দর, জল ইত্যাদি পয়েন্ট গুলো লিখবে।

● বিভাগ চ- ম্যাপ এর ক্ষেত্রে দশটা ম্যাপ পয়েন্টিং তোমরা সঠিকভাবে করবে। তারপরে ম্যাপ খাতার সঙ্গে বেঁধে দেবে । খাতার মধ্যে ভাঁজ করে দেবে খাতার মাঝখানে দিলে ভালো হয়।

আর সার্বিকভাবে খাতা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়- অন্য কালার দিয়ে আন্ডার লাইন করে সুন্দর করে লেখার চেষ্টা করবে।সব প্রশ্নের উত্তর লেখার শেষে একবার করে উত্তর গুলো ঠিকভাবে লেখা হয়েছে কিনা মিলিয়ে নেবে।।

সম্পাদনা : মিতালী মুখার্জী 

সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুল


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ