কলকাতা 

মাধ্যমিক ২০২২ :  চোখ বুলিয়ে নাও ● ইংরেজি, অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর লাস্ট মিনিট টিপস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

🌹
মাধ্যমিক ২০২২
*চোখ বুলিয়ে নাও ● ইংরেজি*
সৌজন্যে : অভিজ্ঞ শিক্ষকমন্ডলী
সহযোগিতায়ঃ অনুসন্ধান কলকাতা
উপস্থাপনাঃ বাংলার জনরব

আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। নিশ্চয় বাংলা পরীক্ষা তোমাদের ভালো হয়েছে এবং প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেছ। এবার ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলি।

Advertisement

● Seen অংশে Prose এবং Poetry অংশে যা আছে একবার মনে মনে স্মরণ করে নাও। কোনও জায়গায় অস্পষ্টতা থাকলে প্রয়োজনে সেই অংশটি ভালো করে পড়ে নাও।

● Grammar and Vocabulary অংশ ভালো করে আর একবার ঝালিয়ে নাও। Correct forms of verbs, articles and prepositions, do as directed and phrasal verbs এগুলো আলাদা আলাদা ভাগে ভেবে নাও, কোথাও তোমার কোনওরকম অসুবিধা আছে কিনা।

সবচেয়ে ভালো হয়, তোমার হোমওয়ার্কের খাতা ভালো করে দেখে যাও। তোমার নিজের লেখাতে যদি একবার চোখ বুলিয়ে নাও তাহলে দুটো সুবিধা পাবে। তোমার নিজের লেখা সঠিক উত্তর তোমাকে আত্মবিশ্বাস দেবে, আর যেখানে ভুল করেছ, সেই ভুল থেকে সাবধান থাকবে।

● Writing Section এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তোমার পুরনো লেখাগুলো পড়ে যাও। যে লেখাগুলো তুমি ভালো লিখেছ, সেটা পড়লে স্বাভাবিকভাবে তোমার আত্মবিশ্বাস বাড়বে, কারণ তুমি নিজেই ওই লেখাটি লিখেছ। আর যে ভুলগুলো তোমার মাস্টারমশাই বা দিদিমণিরা তোমাকে ধরিয়ে দিয়েছেন, সেগুলো মাথায় রেখে দাও, যাতে আগামীকাল তোমরা সেই ভুলগুলির পুনরাবৃত্তি না করো।

যা প্রস্তুতি নিয়েছ, যথেষ্ট। নতুন করে আর কিছু পড়ার দরকার নেই। বর্তমান পরিস্থিতিতে প্রশ্নপত্র একদম সোজা হবে। আমার ধারণা, Story Writing, Process Writing, Notice Writing, Formal Letter and A Paragraph based on your personal experience… এইগুলোর মধ্যে থেকে তোমাদের লিখতে দেবে। অন্যান্য Writing এর সাথে এগুলো একটু বেশি করে দেখে যেও।

এবার বলি, পরীক্ষার ঘরে কী কী মাথায় রাখবে।

১. প্রশ্ন ভালো করে পড়ে, বুঝে তবেই উত্তর লিখবে। হামেশাই দেখা যায়, অনেকে প্রশ্ন না বুঝে উত্তর দেয়।
২. বাক্যের গঠন যেন সঠিক হয়। অকারণে বাক্য দীর্ঘায়িত করবে না। বাক্য নিজে পড়ে দেখবে, সেটা সঠিক তথ্য প্রকাশ করছে কিনা।
৩. ছোট ছোট প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বানান ভুল করা বিপজ্জনক। Writing Section এ বানান ভুল ক্ষমা করে দেওয়া গেলেও, যেখানে একটি শব্দে উত্তর হবে সেখানে বানান ভুল একেবারেই সমর্থনযোগ্য নয়। উদাহরণ হিসাবে বলা যায়, MCQs, Article and Prepositions, Correct Verb Forms, Phrsal Verbs অংশে বানান ভুল করলে পুরো মার্কস পাওয়া মুশকিল। অবশ্যই বিশেষভাবে মনোযোগ দেবে Vocabulary অংশে। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অথচ Unseen অংশ থেকে দেখে দেখে ভুল বানান লিখছ, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।
৪. Writing Section এ সহজ সরল বোধগম্য বাক্য লিখবে। মনে রেখো, মাধ্যমিকে তোমাদের থেকে স্পষ্ট আর সঠিক বাক্য আশা করা হয়। যারা পারবে তারা নিশ্চয়ই সবরকম বাক্য মিলিয়ে তোমার Composition লিখবে।
৫. লেখা হয়ে গেলে, অবশ্যই Revision দেবে। যে ভুল হয়েছে, সেগুলো শুধরে নাও।

আর পরীক্ষার হলে মাথা ঠাণ্ডা রাখো, নিজেকে focused রাখো। শান্ত মনে ও সুস্থ শরীরে পরীক্ষা দাও। মনে রেখো, বড় বড় পারফর্মাররা সঠিক মঞ্চ পেলে নিজেদের উজাড় করে দেন। তোমাদের জন্য সেই মঞ্চ প্রস্তুত!

সফল তো তোমরা হবেই… আমাদের শুভেচ্ছা সবসময় তোমাদের সাথে।

সম্পাদনা : মোস্তফা হাবিব
গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ