কলকাতা 

Kolkata News: ঋণের টোপ দিয়ে অ্যাপ ডাউনলোড করিয়ে ব্ল্যাকমেলিং মহিলা ব্যবসায়ীকে, ধৃত ২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :ঋণ পাইয়ে দেবার কথা বলে লেকটাউনের এক মহিলা ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ । জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর এ ব্যাপারে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, অ্যাপ ডাউনলোড করার নাম করে তাঁর মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগকারিণীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর শুরু হয় ব্ল্যাকমেল। চাপ দিয়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল রাতে লেকটাউন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে ধৃতদের একজন প্রদীপ্ত দাস মধ্যমগ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্ত সৌরভ মণ্ডলকে বানতলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুধু প্রতারণা নয়, মোবাইল ফোন হ্যাক করে ছবি নিয়ে ওই মহিলা ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে অভিযুক্তরা। ওই মহিলার অভিযোগ, গত ডিসেম্বর মাসে তাঁর কাছে একটি ফোন আসে। ফোন করে তাঁকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ জন্য তাঁকে লোন অ্যাপ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ওই অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তাঁর ফোন হ্যাক করে নেয় প্রতারকরা। তাঁর সমস্ত কন্ট্যাক্ট ও তথ্য দুষ্কৃতীরা হাতিয়ে নেয়। এরপর একটি ছবি নিয়ে ওই মহিলা ব্যবসায়ীকে ব্ল্যাকমেলিং শুরু করে প্রতারকরা। ছবিটি বিকৃত করে তারা তাঁকে হুমকি দিয়ে ব্ল্য়াকমেল করতে শুরু করে। এভাবে ব্ল্যাকমেল করে ওই মহিলা ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা প্রতারককা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।

Advertisement

তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটা চক্র রয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ