কলকাতা 

জীবনের প্রতিটি স্তরে অংকের প্রয়োজন, অনুসন্ধান আয়োজিত মাধ্যমিক পড়ুয়াদের নিয়ে অনলাইন গণিত কর্মশালায় বললেন বিশিষ্ট প্রশাসক অজিত কুমার নায়েক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আখের আলী সর্দারের প্রতিবেদন : মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, গণিত হলো পরিমাপের বিজ্ঞান। দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে পরিমাপের প্রয়োজন- সময়, অর্থ-সম্পদ, জমি-জমা, নানা ক্ষেত্রে। তাই জীবনের নানান অঙ্গনে নির্ভুল সিদ্ধান্তে উপনীত হতে প্রভূত পরিমাণ সাহায্য করে গণিত। এই বার্তার মাধ্যমে অনুসন্ধান কলকাতা আয়োজিত মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুক্রবার সান্ধ্যকালীন অনলাইনের গণিত ক্লাস এর শুরুতে শুভেচ্ছা জানালেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বিশিষ্ট শিক্ষক অজিত কুমার নায়েক।

তিনি বলেন, সারা বছর ব্যাপী অনুসন্ধানের তরফে নানান আয়োজনে প্রভূত পরিমাণ উপকৃত হয়েছে এবং হচ্ছে ছাত্র-ছাত্রীরা। অনুসন্ধানের শিক্ষামূলক এই কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমার নিশ্চিত বিশ্বাস আগামী দিনেও ছাত্র-ছাত্রীরা অনুসন্ধান এর উদ্যোগে এ ধরনের কর্মসূচিতে উপকৃত হবে। খুবই উচ্চ গুণমান সম্পন্ন শিক্ষক-শিক্ষিকারা অনুসন্ধানের কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরাও খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে সমস্ত ক্লাসে উপস্থিত থাকে এবং সকলের সঙ্গে সহযোগিতা করে। সহযোগিতা করেন তাদের অভিভাবকেরাও। পড়াশোনার এরকম একটা আদর্শ নজির গড়ে তুলতে পেরেছে অনুসন্ধান কলকাতা।

Advertisement

প্রশান্ত কুমার বসু

এদিন গণিতের ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল চূড়ান্ত উদ্দীপনা। ছাত্র-ছাত্রীদের সাথে সঙ্গতি রেখে সর্বোচ্চ পর্যায়ের অনলাইন কর্মশালা পরিচালনা করলেন গণিতের দুই কৃতি শিক্ষক। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার বসু, তিনি দীর্ঘকাল সাউথ পয়েন্ট হাই স্কুলেও দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন। সঙ্গে ছিলেন নারায়ন দাস মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক অনুসন্ধানের সহ-সম্পাদক গৌরাঙ্গ সরখেল।

 

গণিতের প্রতিটি বিভাগের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও পরিমিতি থেকে এবার সংক্ষেপিত সিলেবাসের নিরিখে কেমন ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ তা আলোচনা করেন দুই শিক্ষক, সঙ্গে সঙ্গে কোথায় কোথায় ভুল পদক্ষেপের জন্য নম্বর কাটে এবং গণিতের কোন দিকগুলো বিশেষ খেয়াল দিলে সর্বোচ্চ নম্বর তোলা যায়, সে বিষয়ে উদাহরণ সহযোগে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। অন্যান্য দিনের থেকে কর্মশালার সময় বাড়িয়ে নেওয়ার অনুরোধ আসে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে এবং সময় বাড়িয়েও দেওয়া হয়।

প্রতিদিনের মতো এদিনও কর্মশালার পর ২৫ টি এম সি কিউ প্রশ্ন সম্বলিত অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় ১০০% নম্বর পেয়ে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছে একাধিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। প্রান্তিক অঞ্চলের বিভিন্ন বিদ্যালয় সেই তালিকায় আছে বলে জানিয়েছেন গণিতের বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ