কলকাতা 

রেলমন্ত্রকের পক্ষ থেকে ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেডকে মিনিরত্ন -১ এর মর্যাদা দেওয়া হলো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম: ভারত সরকারের রেল মন্ত্রকের পক্ষ থেকে ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেডকে মিনি রত্ন -১ এর মর্যাদা দেওয়া হয়েছে। এই উপলক্ষে আজ ১৩ই জানুয়ারি, বৃহস্পতিবার  কলকাতা একটি নামী হোটেলে সভা অনুষ্ঠিত হয়। ব্রেথ- ওয়েট অ্যান্ড কোং লিমিটেড কোম্পানি পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিঃ সতীশকুমার (চেয়ারম্যান),শ্রী কৈলাশ কুমার ক্যারি(ডাইরেক্টর)।

ব্রেথওয়েট ১৯৩১সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ,পরবর্তীতে ১৯৭৬সালে সম্পূর্ণ মালিকাধীন সরকার হিসাবে জাতীয়করণ করা হয়েছিল। এটা, বর্তমানে রেলওয়ে মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রনাধীন।। এই পণ্যের পারিসরে রেলওয়ে রোলিং স্টক তৈরি, পুরনো রোলিং স্টকের মেরামত ,রেট্রো ফিটমেন্ট,ওয়াগন কম্পোনেন্টের সাব-অ্যাসেম্বলি তৈরী হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ