দেশ 

UP Election 2022: তাসের ঘরের মতো ভেঙে পড়ছে উত্তরপ্রদেশের বিজেপি, ৪৮ ঘণ্টার মধ্যে ৩ মন্ত্রীর পদত্যাগ ৬ বিধায়কের দলত্যাগ, আরো অন্তত একশো জন বিধায়ক দল ছাড়তে চলেছেন দাবি বিদ্রোহীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে উত্তরপ্রদেশের বিজেপির সংসার। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিনজন মন্ত্রীর পদত্যাগ ৬ জন বিধায়ক এর দাগ চমকে দিয়েছে ভারতবর্ষের রাজনীতিকে। সবার ক্ষোভ বিজেপি সরকারের উপরে অথচ এই বিজেপি সরকার এর সঙ্গেই এইসকল বিধায়ক মন্ত্রীরা পাঁচ বছর সংসার করেছেন। শুরু করেছিলেন বিশিষ্ট পিছিয়ে বর্গ সম্প্রদায়ের নেতা স্বামী প্রসাদ মৌর্য, এরপর পদত্যাগ করেছেন দারা সিং চৌহান আজ দুপুরে পদত্যাগ করলেন ধরম সিং সাইনী।মাত্র ৩ দিনের ব্যবধানে ৩ জন মন্ত্রীকে খোয়াল বিজেপি। সেই সঙ্গে রয়েছেন তাঁদের সাঙ্গপাঙ্গরা। হিসাব বলছে, গত ৭২ ঘন্টায় মোট ৬ জন বিজেপি বিধায়ক পদত্যাগ করেছেন। তিন মন্ত্রী ধরলে সংখ্যাটা ৯। এরা প্রত্যাকেই যে সমাজবাদী পার্টিতে যোগ দেবেন তাতে সংশয় নেই।

পদত্যাগী মন্ত্রীরা বিধায়কদের দাবি আরো অন্তত ১০০ জন বিজেপি বিধায়ক দল ছাড়ত চলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতৃত্ব সব রকম প্রচেষ্টা চালানোর সত্ত্বেও উত্তরপ্রদেশে বিজেপির ঘর বোঝাতে পারছে না। বিগত পাঁচ বছর ধরে বিজেপি কোনরকম উন্নয়নমূলক কাজ না করে বিভেদের রাজনীতি করেছে এই বিভেদের রাজনীতি ভারতবর্ষে যে সফল হবে না তা স্পষ্ট হয়ে গেছে।

Advertisement

বৃহস্পতিবার যে মন্ত্রী পদত্যাগ করলেন সেই ধরম সিং সাইনি একদিন আগেও বলছিলেন, তিনি বিজেপি ছাড়ছেন না। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাকি তাঁকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ইতিমধ্যেই অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে ফেলেছেন সাইনি। অখিলেশ টুইট করে তাঁকে সমাজবাদী পার্টিতে স্বাগতও জানিয়েছেন। আগের দুই মন্ত্রীর মতো ধরম সিং সাইনিও দলিত সম্প্রদায়ের নেতা। তিনি আবার হুমকিও দিয়ে রেখেছেন, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রোজ একজন করে মন্ত্রী এবং ২-৩ জন করে বিধায়ক পদত্যাগ করবেন। সেটাই সবচেয়ে বেশি চিন্তায় রাখবে বিজেপিকে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ