বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলার জনরবের আন্তর্জালিক সাহিত্য অনুষ্ঠানে গল্প নিয়ে আলোচনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব: বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত গত ৮ জানুয়ারি ২০২২ সন্ধ্যায় আন্তর্জালিক সাহিত্য অনুষ্ঠান গল্পপাঠ ও আলোচনায় মুখর হয়ে ওঠে। ভারত বাংলাদেশের আমন্ত্রিত আলোচক ও গল্পকাররা এদিন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। গল্প পাঠ করেন বাংলাদেশের বিশিষ্ট গল্পকার মোহাম্মদ দেওয়ান সামসুজ্জামান, মাতিউর রাহমান এবং ভারতের ড. মনীষা চক্রবর্তী। পঠিত গল্পগুলির বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা‌ করেন গুয়াহাটি অসমের বিশিষ্ট গল্প লেখক গবেষক অধ্যাপক ড. জ্যোতির্ময় সেনগুপ্ত এবং রাজশাহী বাংলাদেশের বরেন্য বিশিষ্ট সাহিত্যিক ড. নাজিব ওয়াদুদ।

অনুষ্ঠানের সূচনায় উদ্দেশ্য ব্যাখ্যা সহ স্বাগত বক্তব্য পেশ করেন বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সেখ ইবাদুল ইসলাম। তাৎপর্যপূর্ণ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে ‌সঞ্চালনা করেন বাংলার জনরবের সাহিত্য সম্পাদক তথা বিশিষ্ট গল্পকার সেখ আব্দুল মান্নান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ