দেশ 

Baranosi : বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, দেশ জুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে ওই এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

এপ্রসঙ্গে বজরং দলের বারাণসী শাখার প্রধান নিখিল ত্রিপাঠী রুদ্রর জানিয়েছেন, এই ঘাটগুলিকে অনেকেই পিকনিক স্পট বলে মনে করেন। তাঁদের কড়া বার্তা দিতেই এমন পোস্টার। তাঁর কথায়, ‘‘যাঁরা গঙ্গার ঘাটগুলিকে পিকনিক স্পট বলে মনে করেন, তাঁদের দূরে রাখার জন্যই এই পোস্টার। তাঁদের এটা বোঝানো দরকার যে এটা পিকনিক স্পট নয়, সনাতন সংস্কৃতির প্রতীক।’’

Advertisement

একই সুর বিশ্ব হিন্দু পরিষদের বারাণসী সচিব রজন গুপ্তর গলাতেও। তাঁর কথায়, ‘‘যাঁরা সনাতন ধর্মকে শ্রদ্ধা দেখাতে এখানে আসবেন, তাঁদের স্বাগত।’’ তিনি স্পষ্ট করে দিয়েছেন, যাঁদের মনে সনাতন ধর্মের প্রতি কোনও আস্থা নেই, তাঁদের মন্দির ও গঙ্গাঘাটে আসার কোনও অধিকারই নেই। পোস্টারগুলিতে পরিষ্কার ফতোয়ার সুর, ‘এটা কোনও অনুরোধ নয়, বরং হুমকি।’

স্বাভাবিক ভাবেই, যোগীরাজ্যের গঙ্গাঘাটে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনিতেই বারাণসীর এই সব ঘাটে সারা বছর ধরেই বিপুল পরিমাণে পুণ্যার্থীদের আন‌াগোনা। তাঁদের মধ্যে একটা বড় অংশই বিদেশি পর্যটক। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁরা ঘাটে থাকেন। কথাবার্তা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও।

হিন্দু কট্টরপন্থীদের এহেন পোস্টার কে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর কয়েক মাস পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এই প্রেক্ষাপটে হিন্দুত্ববাদীদের এই পোস্টার কিনা তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। উল্লেখ্য আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের অনেকটাই ব্যাকফুটে রয়েছে শাসক দল বিজেপি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অ – হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ