দেশ 

Baranosi : বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গার ঘাটে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলে ওই এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এপ্রসঙ্গে বজরং দলের বারাণসী শাখার প্রধান নিখিল ত্রিপাঠী রুদ্রর জানিয়েছেন, এই ঘাটগুলিকে অনেকেই পিকনিক স্পট বলে মনে করেন। তাঁদের কড়া বার্তা দিতেই এমন পোস্টার। তাঁর কথায়, ‘‘যাঁরা গঙ্গার ঘাটগুলিকে পিকনিক স্পট বলে মনে করেন, তাঁদের দূরে রাখার জন্যই এই পোস্টার। তাঁদের এটা বোঝানো দরকার যে এটা পিকনিক স্পট নয়, সনাতন সংস্কৃতির প্রতীক।’’ একই সুর বিশ্ব হিন্দু পরিষদের বারাণসী সচিব রজন গুপ্তর গলাতেও। তাঁর কথায়,…

আরও পড়ুন