কলকাতা 

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় গতকাল রবিবার অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সূত্রের খবর, তাঁকে কার্ডিওলজি বিভাগে ভরতি করানো হয়েছে। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। মন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভরতি হন এসএসকেএমে (SSKM)। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। ঠিক কী থেকে এমন অসুস্থতা, তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান নেতা। তাঁর জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁরাই মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।

বছর ৭৫-এর সুব্রত মুখোপাধ্যায়ের বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে। রুটিন চেকআপ করানো হয় তাঁর। সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে তিনি ভরতি হন এসএসকেএম হাসপাতালে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ