বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : শিক্ষাগুরু / সেখ আব্দুল মান্নান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শিক্ষাগুরু

সেখ আব্দুল মান্নান

Advertisement

আজ তোমার কথাই পড়ছে ভীষণ মনে

কত আদরে আহ্লাদে আঙুলে আঙুল রেখে

স্নেহের পরশে শিখিয়েছিলে

জীবনের বর্ণমালা অ আ আ খ এ বি সি ডি

শিখিয়েছিলে পা পা চলা আধো কথাবলা।

তারপর কত চুমু দিয়ে জল ছলছল চোখ মুছিয়ে

আমায় পাঠিয়েছিলে চার দেওয়ালের স্কুলে

লেখাপড়া শিখে মানুষ হবো বলে

পার করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি

গড়ে উঠি স্বার্থপর সমাজের যন্ত্র মানব।

আজ সেই সব শিক্ষাগুরুর মুখচ্ছবির ওপর

উদ্ভাসিত স্বপ্নভুখ মাখা তোমার সওদাগরি মুখ

আমায় মানুষ করতে সয়েছিলে নিদারুণ দু:খ

আমার জীবনালোকের তুমি প্রথম শিক্ষাগুরু

তোমার চরণে ফুল দিয়ে করি শ্রদ্ধা নিবেদন শুরু।

____________________________


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ