জেলা 

শিক্ষক ও শিক্ষাঙ্গন যত মজবুত হবে, শিক্ষার্থী হবে ততই চকচকে – ধারালো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিবেদন : শিক্ষকেরা সর্বদাই মর্যাদাবান। তাঁদের প্রতি যত শ্রদ্ধাশীল হবে ছাত্রসমাজ, ততই মজবুত হবে শিক্ষার বন্ধন। এমনই সমস্ত শব্দ বন্ধন দিয়ে শিক্ষক দিবসের প্রাক্কালে শুরু হয় রবিবারের কর্মশালা।

‘ক্লাসরুম টিচিং বা শ্রেণি কক্ষে শিক্ষাদান কতখানি কার্যকর করা যায় এবং তা কীভাবে’ – এই ছিল এদিন কর্মশালার মূল বিষয়বস্তু। শিক্ষা নিয়ে এমন সুদুরপ্রসারি এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজনে ছিল দক্ষিণ 24 পরগনার শিশু বিকাশ অ্যাকাডেমি।

Advertisement

এই ধরনের কর্মশালা যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই মানুষটিকেই আমরা জিজ্ঞেস করেছিলাম, কেন এই পরিকল্পনা। তার উত্তরে সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড.দেবব্রত মুখোপাধ্যায় সংক্ষেপে বললেন , মূলত শিক্ষক-শিক্ষিকাদের জন্য আয়োজিত এই কর্মশালা নিয়ে চিন্তাভাবনা চলছে বিগত বছর দেড়েক সময়কাল ধরে । রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রধানত বেসরকারি বিদ্যালয়ের পঠন পাঠন এবং শিক্ষার অবস্থা উন্নততর করতে অনুসন্ধানের পক্ষ থেকে এই পরিকল্পনায় সামিল হয়েছেন শিক্ষা জগতের দিকপাল মানুষেরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, প্রধান পৃষ্ঠপোষক, কর্মকর্তা, শিক্ষকেরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে গেছেন বিষয়টি নিয়ে। মামুন ন্যাশনাল স্কুল, মিল্লাত গার্লস অ্যাক্যাডেমি, বহরমপুরের আল ফালাহ, মাওলানা আযাদ অ্যাকাডেমি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় এক ডজন বিদ্যালয়। আগামী দিনে প্রতিটি স্কুলে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। আরও বিশদ তথ্য দিয়ে এই কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তা জানালেন অনুসন্ধানের সম্পাদক বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী।

 

শিশু বিকাশ একাডেমীতে আয়োজিত এদিনের এই কর্মশালার শুভ সূচনা করেন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক মুন্সি আবুল কাশেম।

তিনি বলেন ক্লাসরুম যত পরিশীলিত হবে, উন্নত হবে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক মহাশয়দের গ্রহণযোগ্যতা তত বাড়বে এবং শিক্ষা তখন হয়ে উঠবে সত্তিকারের আনন্দদায়ক, শিখন প্রণালী প্রকৃতই হবে গতিশীল। অনুসন্ধান-এর এই ভাবনায় সমর্থন জানিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে রাজ্যব্যাপী এই কর্মশালার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ঐতিহাসিক কাজ শুরু করতে পেরে সত্যি আমরা গর্বিত।

 

হাতে-কলমে এ দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত, ইতিহাস এর পাঠ কত আকর্ষণীয় হতে পারে, তা করে দেখান বিভিন্ন বিদ্যালয়ের গুণী শিক্ষকেরা। এদিনের কর্মশালায় অংশ নিয়েছিলেন ড.দেবব্রত মুখোপাধ্যায়, ড. সন্দীপ রায়, অভিজিৎ বর্ধন, সৈকত গাঙ্গুলী, নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল, সাহাবুল ইসলাম গাজী, জগদিশ চন্দ্র সর্দার, আখের সর্দার, রুহুল আমিন, নূর নবী জমাদার, আজিজুল হক প্রমুখ । কর্মশালাটির আহ্বায়ক ছিলেন অধ্যক্ষ ড. মুন্সী আব্দুর রাকিব।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ