দেশ 

শিশু-কিশোরদের শরীরে করোনা প্রতিশোধক ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন সেরামকে দিল না ভারত সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: শিশুদের উপর করোনা প্রতিশোধক ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন পেল না সেরাম ইনস্টিটিউট। দুই থেকে ১৭ বছর বয়সিদের উপরে তাদের তৈরি Covovax টিকার দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়া‌ল করার অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। কমবয়সিদের উপরে এখনই প্রয়োগ না করে আগে ১৮ ঊর্ধ্বদের শরীরে টিকার ডোজের ট্রায়াল করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথাই জানানো হয়েছে।

গত সোমবার কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা DGCI-র কাছে ৪৬০ জন ১২-১৭ বছর বয়সি ও ৯২০ জন ২-১১ বছর বয়সিদের উপরে কোভোভ্যাক্সের ট্রায়াল চা‌লানোর অনুমতি চেয়েছিল সেরাম। কিন্তু সেই অনুমতি দিতে নারাজ কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। তাদের যুক্তি, এখনও পর্যন্ত এই টিকা বিশ্বের কোনও দেশেই অনুমোদন পায়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের উপরে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে সেই রিপোর্ট অনুযায়ী তারপর তা শিশুদের উপরে প্রয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisement

প্রসঙ্গত, কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকভ ডি টিকা ভারতে শিশু ও কমবয়সিদের উপরে ট্রায়া‌ল করা শুরু করেছে। অনুমতি পেলে কোভোভ্যাক্স হবে তৃতীয় টিকা যেটি কমবয়সিদের উপরে প্রয়োগ করা হবে।

কোভোভ্যাক্সের ট্রায়া‌ল এদেশে শুরু হয়েছে মার্চে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকা দেশের বাজারে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী সেরাম। মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে আদর পুনেওয়ালার  এই সংস্থা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ