কলকাতা 

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য ‘আজকের ভাবনা আগামী দিনের সম্ভাবনা’ নিয়ে কর্মশালা করতে চলেছে অনুসন্ধান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : একদিকে রোগ মহামারী প্রাকৃতিক দুর্যোগ আর একদিকে অর্থনৈতিক ও সামাজিক নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি – এরই মাঝে সারা দেশব্যাপী বিভিন্ন বোর্ডের অন্তর্গত ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা মূল্যায়নের অভূতপূর্ব এক পরিস্থিতি।

এরকম এক পরিস্থিতিতে মূল্যায়ন নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে বরং আগামী দিনের নিজস্ব পন্থা তথা শিক্ষা ক্ষেত্র নির্বাচনের জন্য চিন্তায় বেশি সময় দেওয়া গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিকের কথা খেয়াল রেখে এগিয়ে এসেছে শিক্ষকদের প্রতিষ্ঠান, অনুসন্ধান। আগামী রবিবার আয়োজন করা হয়েছে এক বিশেষ কর্মশালা। অনলাইন এই কর্মশালা শুরু হবে বিকেল সাড়ে চারটেয় । ছাত্র-ছাত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন তাদের অভিভাবকরাও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার বিভিন্ন দিকের কথা তুলে ধরবেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ড.পার্থ কর্মকার, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান। এছাড়াও থাকবেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা গণ। এছাড়াও মানসিক দৃঢ়তার সঙ্গে উজ্জল ভবিষ্যৎ গড়তে জীবনে চড়াই-উৎরাই কীভাবে পেরোতে হয়, তা নিয়ে বিশদভাবে বলবেন বিশিষ্ট মনোবিদ ও সুলেখক অধ্যাপক গৌতম বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এছাড়াও উপস্থিত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বিশিষ্ট শিক্ষক ড. নিপম কুমার সাইকিয়া, শশাঙ্ক শেখর মণ্ডল, ড.শুভময় দাস, ড. সামসুল আলম, ড. দেবব্রত মুখোপাধ্যায়, আলী আহসান, কাজী নিজামউদ্দীন, ভ. জুনায়েদ জাভেদ, ড.কমল কৃষ্ণ দাস, পিঙ্কি দাস, সাহাবুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল, আখের সর্দার প্রমূখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ