কলকাতা 

নাম না করে সব্যসাচী দত্তকে ইঙ্গিত করে পোস্টার, মীরজাফর ও গদ্দার বলে আখ্যা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবার সব্যসাচী দত্তের নাম না করে হোডিং লাগানো হলো সল্টলেক এর ৪ নম্বর আইল্যান্ডে। আখ্যা দেয়া হলো মীরজাফরের। “”””পোস্টারে উল্লেখ রয়েছে যে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ভাষা প্রয়োগ করে ব্যক্তিগত আক্রমণ করা ও বিধান নগর বিধানসভা কেন্দ্রে মানুষের দ্বারা পরাজিত প্রত্যাখিত এবং প্রমাণিত গদ্দার তথা প্রকৃত মীরজাফরের তৃণমূলে কোন স্থান নেই”””” সৌজন্যে উল্লেখ করা হয়েছে বিধান নগর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।

এই হোডিংকে ঘিরে চাঞ্চল্য সল্টলেকে তবে সব্যসাচী দত্তের নাম উল্লেখ করা হয়নি। তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বিধান নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাই নাম না উল্লেখ করা হলেও সব্যসাচী দত্তকে মীরজাফর ও প্রমাণিত গদ্দার বলা হয়েছে ওই হোডিংএ। যদিও এ বিষয়ে কিছু বলতে চান না সব্যসাচী দত্ত।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ