দেশ 

নরেন্দ্র মোদির মুখ ভারতবাসীর কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ! নতুন মুখের সন্ধানে আরএসএস ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : মাত্র সাত বছরের মধ্যেই মোদি সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়তা হারিয়েছে বলে মনে করছে আরএসএস। বিজেপি দলের প্রধান পরিচালক আরএসএস মনে করছে মোদীকে সামনে রেখে 2024 এ লোকসভা নির্বাচনে লড়াই করলে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিগত সাত বছর ধরে মোদি সরকার যেসব নীতি এবং প্রকল্প কর্মসূচি গ্রহণ করেছে তার সবটাই ভারতের সাধারণ নাগরিকের বিপক্ষে গেছে। মোদি সরকারের আমলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং বিপিএল তালিকা ভুক্ত সব শ্রেণীর মানুষের অবস্থা খারাপ হয়েছে। মোদি সরকারের নীতির ফলে এ দেশের ৯৫ শতাংশ মানুষ নানা সংকটে পড়েছে।

মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নোট বন্দি সমস্ত স্তরে মোদি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে আরএসএস মনে করছে। তাই আরএসএস সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদিকে আর মুখ করে নির্বাচনে যাবে না বিজেপি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দু’জনকেই আগামী লোকসভা নির্বাচনে সাইডলাইন করার চিন্তা ভাবনা করছে আরএসএস। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা এখনই সিদ্ধান্ত নেয়া হয়নি। সূত্রের খবর ২০২৩ এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আরএসএস।

Advertisement

তবে এ কথা ঠিক নরেন্দ্র মোদিকে আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে না বলে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরএসএস বলে জানা গেছে। কারণ মোদির আমলে এ দেশের কয়েকজন শিল্পপতি ছাড়া সেই অর্থে কারো বিকাশ হয়নি বলে আরএসএস মনে করে। আরএসএস আরো মনে করে করোনা পরিস্থিতিতে যে ব্যবস্থা কেন্দ্র সরকারের নেওয়া উচিত ছিল সেই ব্যবস্থা মোদি সরকার নিতে পারেনি। এটা মোদি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে আরএসএস চিহ্নিত করেছে। তবে এ কথা ঠিক সমগ্র দেশজুড়ে মোদি সরকারের জনপ্রিয়তা দিন দিন কমছে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদিকে মুখ করে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলে বিজেপি খুব ভালো  যে করতে পারবে না তা নিয়ে কোন সন্দেহ নেই। সেই  অপ্রীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই আরএসএস এখন নতুন মুখের সন্ধানে করছেন। আরএসএসের সেই নতুন মুখ কে ? সেটা জানার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এখানেই শেষ নয় ২০২২ এ যে ৫ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে নরেন্দ্র মোদীকে প্রধান প্রচারক হিসেবে রাখা হবে না বলে আরএসএস সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। এমনিতেই উত্তরপ্রদেশের যোগী মোদিকে সেই অর্থে প্রচার কাজে লাগাতে চাইছেন না। অন্যদিকে অন্য রাজ্যগুলিতে মোদী প্রচারে গেলে ভোট যে আরো কমতে পারে সে নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে নরেন্দ্র মোদি প্রচার করেছিলেন তা যে খুব একটা ফলপ্রসূ হয়নি নির্বাচনের ফলে তা প্রমাণিত। এই  অস্বস্তিকর অবস্থা থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যেই নরেন্দ্র মোদিকে আগামী নির্বাচনে প্রচারের প্রধান করা হবে না বলে আরএসএস সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ