জেলা 

হাওড়ার দিশারী কুন্তল কাঁড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে সুন্দরবনের ইয়াশ বিপর্যস্ত এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :  হাওড়ার সমাজসেবী সংগঠন দিশারী কুন্তল কাঁড়ার ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে সুন্দরবনের ইয়াশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার অন্তর্গত কুমীরমারী বাগনা দক্ষিণ পাড়া গ্রামে হাজারখানেক দুস্থ অসহায় মানুষদের হাতে অক্সিমিটার, চাল,ডাল,আলু,আটা,তেল,নুন,গুড়ো দুধ সহ অন‍্যান‍্য নিত‍্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের অন‍্যতম সদস‍্য বানীব্রত কাঁড়ার জানান এর আগেও তারা বছরের সময় নানা সমাজসেবা মূলক কাজ তারা করে থাকেন। সম্প্রতি হাওড়ার বিভিন্ন বাজারে তারা মাস্ক,স‍্যানিটাইজার বিতরণ করেন ও জনসাধারণকে করোনা সচেতনতার প্রচার করেন।আজ তারা সুন্দরবন অঞ্চলের দুস্থ মানুষদের মধ‍্যে খাদ‍্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ