কলকাতা 

রেড-রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী, প্রদান করলেন পুলিশ মেডেল সহ অন্যান্য পুরস্কার

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আজ রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পুলিশ মেমোরিয়ালে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে পুলিশ কর্মীদের সাহসিকতার পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বীরত্বপূর্ণ কাজের জন্য এবছর থেকেই চালু হয়েছে ‘বীরত্বের পুরস্কার’ও ৷ প্রথমবার ‘বীরত্বের পুরস্কার’ পেলেন এসআই অমিতাভ মালিক৷ গত বছর ১৪ই অক্টোবর সিংমারি জঙ্গলে মোর্চা প্রধান বিমল গুরুংকে ধরতে অভিযানে গিয়েছিল দার্জিলিং পুলিশ৷ সেই অভিযানেই নিহত হন অমিতাভ মালিক। বীরত্বের পুরস্কার হিসাবেই তাই নিহত এসাইকে দেওয়া হয় এই সম্মান৷

অন্যান্য বছরের মত এবছরও রেড রোডে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই ‘‌চিফ মিনিস্টার মেডেল’‌ প্রদান করেন মুখ্যমন্ত্রী ৷ এবছর এই চিফ মিনিস্টার মেডেল দেওয়া হয়েছে  আইপিএস গৌরব শর্মা ও অখিলেশ কুমার চতুর্বেদী। দেওয়া হয় পুলিশের বিশেষ কৃতীত্বের জন্য ‘‌আউটস্ট্যান্ডিং মেডেল’‌৷ পথে ঘাটে ছোট থেকে বড় কোন দূর্ঘটনায় ভিআইপি থেকে সাধারণ মানুষকে অনেক সময়ই বিপদ থেকে উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ কর্মীদের এই ধরনের কাজকে স সম্মান জানাতে তাই ২০১৪ থেকে  ‘সাহসিকতা পুরস্কার’ দেওয়া শুরু হয়েছে ৷  বেশ কয়েকজন পুলিশ কর্মীর হাতে মুখ্যমন্ত্রী এই পুরস্কার আজ তুলে দেন ৷ এরপর কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রথমবার রাজ্যের মহিলা পুলিশ অংশ নেয় কুচকাওয়াজে।

Advertisement

আজ রেড রোডের কুচকাওয়াজে নজর কাড়ে রূপশ্রী প্রকল্পের ট্যাবলো। এছাডাও, খাদ্যসাথী, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী প্রকল্পের ট্যাবলো নজর কাড়ে। গতকালই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কুচকাওয়াজ ও ট্যাবলো প্রদর্শনী ছাড়াও রোড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অংশ নেয় কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।

 

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + eighteen =