কলকাতা 

করোনা অতিমারিতে দেশ কার্যত শ্মশান ও গোরস্থানে পরিণত হয়েছে,এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য ও একজন বিধায়ককে গ্রেপ্তার করেছে এর তীব্র নিন্দা করল মাইনোরিটি ফোরাম ও নন্দীগ্রাম মঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজেপির প্ররোচনায় সিবিআই বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে –ইদ্রিস আলী

অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ বত’মান বিধায়ক ইদ্রিশ আলি বলেন, শান্ত বাংলাকে অশান্ত করতে হঠাৎ বিজেপি সরকারের নির্দেশ মত সি বি আই এর এই আচরন।তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব ভালো কাজ করছেন, এ কথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও স্বীকার করেছেন ।অথচ এই সময়ে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মন্ত্রী সুব্রত মুখার্জি, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে সংবিধান বিরোধীভাবে গ্রেফতার করা হল।ইদ্রিশ আলি উক্ত তিন নেতাদের অবিলম্বে মুক্তি চান।নতুবা বাংলায় কি অবস্হা হবে, যারা এই প্ররোচনায় যুক্ত তারা বুঝবে ।
উক্ত সংগঠনের সহ সভাপতি ডঃ অরুন জ্যোতি ভিক্ষু এবং সাধারণ সম্পাদক এম এ আলী সিবিআই এর এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ।

নন্দীগ্রাম মঞ্চের পক্ষে সদস্য ও সদস্যাবৃন্দদের বিবৃতি :

আমরা অত্যন্ত বিস্ময় ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কেন্দ্রের শাসক বিজেপি প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপ নিতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অতি সক্রিয় হতে নির্দেশ দিয়েছে। এটা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারিতে দেশে নেই অক্সিজেন, ভ্যাকসিন, দ্রুত কোভিড পরীক্ষার পরিকাঠামো। দেশ কার্যত শ্মশান ও গোরস্থানে পরিণত হয়েছে। এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ও একজন বিধায়কের গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসা পরায়ন আচরণের আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার রাজ্যবাসীর বিরুদ্ধে কার্যত প্রত্যক্ষ যুদ্ধের পথে নেমেছে। রাজ্যবাসী গণতান্ত্রিক পথে এই ষড়যন্ত্রের মোকাবিলা করবে। বাংলার মাটি এই ধরনের প্রতিহিংসার জবাব দেবেন। নির্বাচিত রাজ্য সরকারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শক্তির পরাজয় হবেই। নন্দীগ্রাম মঞ্চের পক্ষে সদস্য ও সদস্যাবৃন্দ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × four =