বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলার জনরব নিউজ পোর্টালের উদ্যোগে রাজ্য জুড়ে গল্প-কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে , আগ্রহীরা অংশগ্রহণ করতে পারেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বাংলার জনরব নিউজ পোর্টালের উদ্যোগে সাহিত্যে নতুন প্রতিভা অন্বেষনের লক্ষ্যে রাজ্য জুড়ে কবিতা ও গল্প প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে । যারা গল্প এবং কবিতা লেখালেখি করছেন তারা আমাদের দফতরে লেখা পাঠাতে পারেন । আমরা তা বিচার করে মানের দিক থেকে ভালো গল্প এবং কবিতাকে পুরস্কৃত করব । বাংলার জনরব সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজ করছে। কারণ গ্রাম-বাংলায় অনেক প্রতিভা আছে যারা সুযোগ পায় না তাদেরকে সামনে সারিতে তুলে আনার লক্ষেই  আমরা এই  কাজ করছি।

কবিতা ও গল্প পাঠানোর নিয়মাবলী : ১. অবশ্য মৌলিক লেখা হতে হবে । কাউকে অনুকরণ বা অনুসরণ করা চলবে না । গল্প এবং কবিতার মধ্যে একটি বার্তাও থাকতে হবে । সেই বার্তা সমাজ এবং দেশের স্বার্থে হয় ।

Advertisement

২. কবিতা হলে দুটি পাঠাতে হবে । গল্প হলে একটি পাঠাতে হবে অনধিক ১০০০ শব্দের মধ্যে গল্প শেষ করতে হবে । এর বেশি হলে তা গ্রহণযোগ্য হবে না ।

৩. নতুন লেখক ,নতুন ভাবনা থেকে লিখলে বেশি গুরুত্ব পাবেন । প্রতিযোগিতায় অংশ নিতে হলে এন্ট্রি ফি হিসাবে ১৫০ টাকা লাগবে । ফোনপে কিংবা অনলাইনে টাকা পাঠাতে হবে । লেখা আসার পর ইমেলেই ফোনপে নম্বর দেওয়া হবে । তাতে এন্ট্রি ফি পাঠানোর পর প্রতিযোগিতায় নাম এন্ট্রি করা হবে ।

৪. প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মানের দিক ভাল এমন কিছু কবিতা ও গল্পকে বেছে নিয়ে সংকলন প্রকাশ করা হবে ।

৫. বাংলার জনরব -এর কবিতা ও গল্পের ক্ষেত্রে নির্বাচিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।

৬.  কবিতা ক্ষেত্রে ৫ জন এবং গল্পের ক্ষেত্রে ৫ জনকে কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হবে । প্রশংসাপত্র ও মোমেন্ট দেওয়া হবে ।

৭. কবিতা ও গল্প পাঠাবেন এই ইমেলে : banglarjanarobnews@gmail.com

৮. ১ লা মার্চ থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত কবিতা ও গল্প ইমেলে পাঠানো যাবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ