দেশ 

কৃষি আইন প্রত্যাহার না করা হলে কোনো আলোচনা নয় কেন্দ্রের কোর্টে বল ঠেলে জানিয়ে দিলেন কৃষক নেতারা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে । এছাড়া আর কোনো আলোচনা নয় । আইন প্রত্যাহারই শেষ কথা বলে কৃষক সংগঠনগুলি আজকের বৈঠকে জানিয়ে দিয়েছে । শনিবার পঞ্চম দফায় কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয় বিক্ষোভকারীরা। চলতি সপ্তাহে বিজ্ঞান ভবনে এটা তৃতীয় বৈঠক। সূত্রের খবর, সেখানেই কৌশলে কেন্দ্রের কোর্টে বল ঠেলে দেন কৃষক নেতারা।

কৃষক বিক্ষোভে অসহায় হয়ে পড়েছে কেন্দ্র সরকার । তারা আজ সমাধানের পথ খুঁজতে সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন । সেখানে ঠিক হয় কৃষি আইন সংশোধন করা হবে । সেই মতো একটি খসড়া প্রস্তাবও নেওয়া হয় । কিন্ত সেই প্রস্তাব আজ আলোচনার সময় ৩৯টি ত্রুটি দেখিয়ে এই আইন বাতিলের দাবিতে অনড় থাকেন কৃষক নেতারা । এদিন কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষক নেতাদের মধ্যাহ্ন আয়োজন করা হয় । কিন্ত সেই মধ্যাহ্ন ভোজ কার্যত বয়কট করেন কৃষক নেতারা । তাঁরা তাদের নিজের খাবার খান ।

Advertisement

এরপর আলোচনার শুরুতেই আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে কৃষি আইন সংশোধনের জন্য যে প্রস্তাব নেওয়া হয়েছে তা বৈঠকে পেশ করা হয় । কিন্ত ওই প্রস্তাব কৃষক নেতারা পাওয়ার কিছুক্ষণ পরেই ৩৯টি ভুল ধরে পুরো কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান । আর কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেয় , কৃষি আইন প্রত্যাহার ছাড়া আর কোনো আলোচনা হবে না । কেন্দ্র জানিয়ে দেয় আইন প্রত্যাহার করা সম্ভব নয় ।

এদিকে, বিজ্ঞান ভবনে বৈঠকের সময় কৃষকদের একটি দল গ্রেটার নয়ডা দিয়ে দিল্লিতে ঢোকার চেষ্টা করে। কিন্তু তাঁদের যমুনা এক্সপ্রেস ওয়েতে আটকে দেওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশের রাজধানীর সিংঘু, অচণ্ডী, লামপুর, পিয়াও মানিয়ারি এবং মঙ্গেশ সীমানা এখনও বন্ধই রয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। সূত্রের খবর, কৃষকদের দাবি মেনে নয়া কৃষি আইনে সংশোধনী আনতে পারে মোদী সরকার।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ