কলকাতা 

আলু-পেঁয়াজ-ডিমের দাম কমার কোনো সম্ভাবনা নেই , বরং আরও বাড়তে পারে ইঙ্গিত কেন্দ্রের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী তিন মাস জিনিসপত্রের দাম কোনোভাবে কমবে না । আলু, পেঁয়াজ ও ডিমের দাম কমার কোনো সম্ভাবনা নেই । বরং আরও বাড়তে পারে । এটা কোনো বানোয়াট খবর নয় , এটা কেন্দ্র সরকারের দেওয়া পরিসংখ্যান । সেই পরিসংখ্যানেই আশংকা ব্যক্ত করা হয়েছে কোনোভাবেই জিনিসপত্রের দাম কমবে না ।

সরকারি পরিসংখ্যান জানিয়েছে, দেশে এখন খুচরো মুদ্রস্ফীতি (‘রিটেল ইনফ্লেশন’) চলছে। তা আরও বাড়বে। আগামী অন্তত তিন মাস তো বটেই। গত ৬ বছরে দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বাধিক হয় অক্টোবরে। ৭.৬১ শতাংশ।

Advertisement
সরকারি তথ্যাদি থেকে বেরিয়ে আসছে দেশে এখন যে খুচরো মুদ্রাস্ফীতি চলছে তার ৪৬ শতাংশের দায়-ভাগ বর্তাচ্ছে আলু, পেঁয়াজ, ডিম, মাংস, টম্যাটোর উপর। এই সবক’টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামই গত কয়েক মাস যাবৎ আকাশছোঁয়া। রোজই বাড়ছে তাদের দাম। কেন্দ্রীয় পরিসংখ্যানের ইঙ্গিত সেই দাম খুব শীঘ্র কমবে এমন আশা তো নেই-ই, বরং আগামী তিন মাস তা আরও বাড়ারই সম্ভাবনা বেশি।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 3 =