কলকাতা 

মুকুন্দপুর আর এন টেগোরের অমানবিক মুখ : অভিযোগ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতার ই এম বাইপাসে মুকুন্দপুর রবীন্দ্রনাথ টেগোর রিসার্চ ইনস্টিটিউটের অমানবিক মুখ প্রকাশ্যে এল। একজন হৃদরোগী ওটিতে মরার পর সাতদিন ধরে আই সিইউ- তে রেখে দিয়ে বিল বাড়িয়ে বৃহস্পতিবার মৃত্যু বলে ঘোষণা করলো। অভিযোগ  রোগীর আত্মীয়- পরিজনদের। মৃত রোগীর নাম মুরসালিন সেখ। তার বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরানো ডাকবাংলো এলাকায় । এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ।

রোগীর বাড়ির লোকজন এই ঘটনায় আইনি পথে হাঁটছে বলে জানানো হয়েছে। তারা আরো জানিয়েছে যে, সাতদিন আগেই তার হদযন্ত্রে অপারেশন হয়। কিন্তু রোগীর অবস্থা জানতে চাওয়া হলে কোনো ভাবেই জানতে দেওয়া হয়নি । তাদের আরো অভিযোগ, আইসিইউতে ভরে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষবিল বাড়াবার মতলব করে। এরপর চাপাচাপি করার পর বৃহস্পতিবার সকালে জানানো হয় যে, মুরসালিন সেখ মারা গেছেন। এই মুরসালিন সেখ ডাক্তার অরূপ কুমার ঘোষের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এই নার্সিংহোমর সপ্তম তলের(6th floor)3 নম্বর বেডে ছিলেন ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ