আন্তর্জাতিক 

ঈদুল আযহাতে বন্ধ থাকবে মসজিদুল হারাম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এ বছর আরাফাতের দিন ও ঈদুল আজহায়  মক্কার মসজিদুল হারাম বন্ধ থাকবে। এ সময় মুসল্লিরা সেখানে ঢুকতে পারবেন না বলে সৌদি প্রশাসন জানিয়েছে ।  করোনাভাইরাসের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে ।

হজবিষয়ক নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বিন ওয়াসল আল আহমাদি মঙ্গলবার বলেন, মসজিদুল হারাম ও তার বাইরের প্রাঙ্গণে নামাজ পড়া যাবে না। আরাফাতের বাসায় বসেই লোকজনকে রোজা ভাঙারও অনুরোধ করা হয়েছে।

Advertisement

সৌদি নিরাপত্তা কর্মকর্তারা বলেন, হাজীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। সবার আগে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে।ওয়াসল আল আহমাদি জানান, কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই মসজিদুল হারামে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধের এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত দুই লাখ ৫৫ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৫৭ জন।

এ ছাড়া দুই লাখ সাত হাজার ২৫৯ সৌদি নাগরিক করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে খবরে জানা গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =