কলকাতা 

বৃহস্পতিবার-শনিবার-বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ; জেনে নিন লকডাউনের দিনে কী কী খোলা থাকবে আর বন্ধ থাকবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা । এই অবস্থায় গোষ্ঠী সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিল সরকার । আগামী কাল বৃহস্পতিবার সম্পূর্ণ লকডাউন থাকবে । জেনে নিন , এই সময় কী কী খোলা থাকবে আর কী কী বন্ধ ।

লকডাউনের দিন যা যা খোলা থাকবে : 

Advertisement

১. স্বাস্থ্য পরিষেবা (Health Service)। সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা।

২.ওষুধ ও চিকিৎসা সামগ্রীর দোকান ।

৩. পুলিশ, আদালত, সংশোধনাগার, দমকল ও জরুরিকালীন পরিষেবা।

৪. বিদ্যুৎ ও জল পরিষেবা।

৫. ইন হাউজ কর্মীদের নিয়ে চলতে পারে শিল্পোৎপাদন।

৬. ছাড় রয়েছে কৃষিকাজ ও চা বাগানে।

৭. অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিবহণ।

৮. সেবির (SEBI) নির্দেশ মেনে ই-কমার্স, ক্যাপিটাল ও ডেবিট মার্কেট।

৯. মুদ্রণ, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়া।

১০. রান্না করা খবারের হোম ডেলিভারি।

১১. পেট্রল পাম্প। লকডাউনে রাস্তায় বের হওয়া গাড়িগুলিকে স্রেফ পরিষেবা দেবে পেট্রল পাম্পগুলি।

১২. দুধ, গ্যাসের দোকান

লকডাউনের জেরে  বন্ধ থাকবে

১. রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংক

২. সরকারি-বেসরকারি অফিস

৩. গণপরিবহণ

৪. ওষুধ, দুধ, গ্যাস বাদে সমস্ত দোকান

৫. যে কোনও বাজার, সুপার মার্কেট, শপিং মল

৬. বন্ধ থাকবে পোস্ট অফিস।

৭. দর্শনার্থীদের জন্য বন্ধ বেলুড় মঠ-সহ একাধিক ধর্মীয় স্থান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + fifteen =