আন্তর্জাতিক 

করোনা থেকে এবার মুক্তি ! অক্সফোর্ডের টিকা কার্যকর প্রতিষেধক ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে জানাল মেডিকেল জার্নাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা থেকে মুক্তি লাভ খুব শীঘ্রই হতে চলেছে । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার জন্য যে টিকা তৈরি করেছিল তার নিরাপদ প্রয়োগ  সফল হয়েছে । সেটা মানবদেহের জন্য নিরাপদ ও প্রতিষেধক ক্ষমতা তৈরী করছে বলে জানিয়েছে মেডিক্যাল জার্নাল ল্যান্সেট। সেখানেই এই টিকার মানব দেহে পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রাথমিক ভাবে দেখা গিয়েছে যে টিকাটি নিরাপদ, খুব একটা সাইড এফেক্ট নেই ও খুব শক্তিশালী প্রতিষেধক ব্যবস্থা তৈরী করছে শরীরে। মাত্র ১৪ দিনের মধ্যে টি কোষ প্রতিক্রিয়া তৈরী হচ্ছে এই টিকার মাধ্যমে ও ২৮ দিনে অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরী হচ্ছে দেহে।  এটি কোনও কোষ ভাইরাসে সংক্রামিত হলে সেটিকে আক্রমণ করতে পারে। অ্যান্টিবডি প্রতিক্রিয়ায় রক্তে ভাইরাস ছড়িয়ে পড়া থেকে আটকে দিচ্ছে এই টিকা।

Advertisement

আদর্শ টিকা একবার বা দুইবার দেওয়ার পরেই কার্যকর হওয়া উচিত, বয়স্ক ও অসুস্থদেরও সুস্থ করে তুলবে, কম করে ছয় মাসের সুরক্ষা দেবে ও সংক্রমণের শৃঙ্খলকে ভাঙবে। ল্যান্সেট জানিয়েছে এখনও বলা সম্ভব না এই সবকটি মাপকাঠি অক্সভোর্ডের টিকা পূর্ণ করবে কিনা। তবে ফেজ ২ ও ফেজ ৩-এর পরীক্ষা চলছে। ব্রিটেন ছাড়াও ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় এই ট্রায়াল চলছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে জানিয়েছিল তারা যে কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরি করেছে তার মানবদেহে প্রয়োগ চলছে তার ফলাফল আগামী সোমবার প্রকাশ পাবে । সফল হলে সব দিক থেকে সবুজ সংকেত পেলে ওই ভ্যাক্সিন বাজারে ছাড়া হবে । ওয়াকিবহাল মহলের মতে , অক্সফোর্ডের ভ্যাকসিন এ পর্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে । ফলে আশা করা যায় , এবার করোনা হবে নির্মূল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − 1 =