কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্যি হতে চলেছে,লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ?

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ২০১৯-র লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে আগাম মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই এ ব্যাপারে সন্ধিহান ছিলেন এমনকি জুনের প্রথম সপ্তাহে দেশের নির্বাচন কমিশনার কলকাতা সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার জানিয়েছিলেন,২০১৯-র লোকসভা নির্বাচন এগিয়ে আনার কোন সিদ্ধান্ত এখন হয়নি,ভোট নির্ধারিত সময়েই হবে। কিন্ত হঠাৎ করে নির্বাচন কমিশন দেশের সব রাজ্যের নির্বাচন আধিকারিকদের সঙ্গে ৩ ও ৪ জুলাই বৈঠক করতে চলেছে বলে জানা গেছে। দিল্লির নির্বাচন কমিশনের সদর কার্যালয়ে এই বৈঠক হতে চলেছে । যদিও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এটা রুটিন বৈঠক । কিন্ত প্রশ্ন রুটিন বৈঠকের ক্ষেত্রে সব রাজ্যের চিফ ইলেকশন অফিসারদের এক সঙ্গে ডাকা হয় না। জাতীয় স্তরে কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ ধরনের বৈঠক হয়ে থাকে । পর্যবেক্ষকরা ভাবছেন হয়তো লোকসভা নির্বাচন এগিয়ে কোন ইঙ্গিত কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন দেওয়া হতে পারে সেই কারণেই দেশের নির্বাচন কমিশন এখন থেকেই তৎপরতা শুরু করেছে।

অন্য দিকে বিশেষ সূত্রে জানা গেছে, বিজেপি নেতৃত্বও চাইছেন রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচন করে নিতে । বিজেপি নেতাদের আশঙ্কা যদি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করে তাহলে লোকসভা নির্বাচন নির্ধারিত সময়ে হলে দলের পক্ষে আরও খারাপ হতে পারে। আর তিন রাজ্যের বিধানসভার সঙ্গে ভোট হলে সারা দেশে বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে না। ফলে,বিরোধী অনৈক্যের সুযোগ নিয়ে বিজেপির দিল্লি দখল অনেক সহজ হয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্যি হয় কিনা তা কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

Advertisement

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 1 =