দেশ 

গণতন্ত্রের পরিহাস ! নিজ দলের বিদ্রোহী বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বেঙ্গালুরুতে গ্রেফতার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গনতন্ত্রের পরিহাস ! ‍নিজের দলের বিধায়কদের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ । আজ বুধবার সকালে তিনি এক মধ্যপ্রদেশে কংগ্রেসের পক্ষ থেকে বেঙ্গালুরুর এক হোটেলে বন্দী ২২ বিদ্রোহী কংগ্রেস বিধায়কের সঙ্গে দেখা করতে যান । তিনি কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি শিবকুমারকে সঙ্গে নিয়ে রামাদা হোটেল বন্ধী ২২ কংগ্রেস বিধায়কের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয় । পুলিশের কাছে বাধা পেয়ে হোটেলের বাইরেই ধর্নায় বসেন দিগ্বিজয়রা। সেখানেই তাঁকে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতার করা হয় শিবকুমারকেও।

হোটেলের বাইরে সংবাদমাধ্যমে দিগ্বিজয় বলেন, ‘‘জোর করে ওঁদের আটকে রাখা হয়েছে। পরিবার-পরিজনদের বার্তা ওঁদের কাছে পৌঁছে দিতে এসেছিলাম। আমরা চাই ওঁরা ফিরে আসুন। ব্যক্তিগত ভাবে হোটেলে আটক পাঁচ বিধায়কের সঙ্গে কথা হয়েছে আমার। জোর করে তাঁদের বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এমনকি ফোনও কেড়ে নেওয়া হয়েছে। হোটেলের প্রতিটা ঘরের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ২৪ ঘণ্টা তাঁদের উপর নজরদারি চালানো হচ্ছে।’’

বিদ্রোহী বিধায়কদের ফেরাতে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। কংগ্রেসের আবেদনে বলা হয়, আস্থাভোট করতে হলে ওই বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতে হবে। ওই বিধায়কদের যাতে নিরাপদে মধ্যপ্রদেশে ফেরানো যায়, তা নিশ্চিত করতে রাজ্যপাল লালজি টন্ডনকে আলাদা করে চিঠি দেন বিধানসভার স্পিকার এনপি প্রজাপতি। যদিও তার আগেই বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে ওই বিধায়করা জানিয়ে দেন, কেউ তাঁদের আটকে রাখেনি। নিজে থেকেই ইস্তফা দিয়েছেন তাঁরা।

Advertisement

এদিকে , বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশে কমলনাথ সরকার যাতে দ্রুত আস্থা ভোট নেয় তার জন্য । কিন্ত আজ সকালে দিগ্বিজয় সিংহ বেঙ্গালুরুতে গ্রেফতার করে কংগ্রেসের আইনি সুবিধা করে দিল বলে রাজনৈতিক মহল মনে করছেন ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × five =