কলকাতা 

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু শীঘ্রই

শেয়ার করুন
  • 555
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ আইনি জটিলতার কারণে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, সেই সব আইনি জটিলতা অনেকটাই কেটে গিয়েছে। কলকাতা হাইকোর্টে গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে আগামী ৪ জুন থেকে খুলছে কোর্ট। অবশিষ্ট মামলাগুলি দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হবে আদালতে। সেইসব মামলাগুলি মিটে গেলেই প্রথমে একাদশ- দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এর পরেই নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হবে। সব শেষে শুরু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়া। এজন্য জুনের তৃতীয় অথবা শেষ সপ্তাহেই মেধাতালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এর পরেই ইন্টারভিউ সহ বাকি প্রক্রিয়াগুলি শুরু হবে। সূত্রের খবর, এইবছর দুর্গাপুজোর আগেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় শিক্ষাদফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও সেইরকম নির্দেশই দিয়েছেন।

আগামী বছর হচ্ছে লোকসভা নির্বাচন। আর মাস তিন চারেক পরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করে দেবে। তার উপর পঞ্চায়েত ভোটে জঙ্গল মহলে বিজেপি ভালো ফল করায় কিছুটা চাপে রয়েছে রাজ্যের শাসকদল। আর শিক্ষক নিয়োগ সহ যাবতীয় নিয়োগে সরকারের গড়িমসি নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ রয়েছে যুব সমাজের একটা অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি পুজোর আগেই শিক্ষক নিয়োগ সহ যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সরকার শেষ করতে না পারে তাহলে বিপদে পড়তে হতে পারে তৃণমূল কংগ্রেসকে। সেইদিকে নজর রেখেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সরকার।

Advertisement

 

 


শেয়ার করুন
  • 555
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − fifteen =