দেশ প্রচ্ছদ 

আরএসএসের সমাবর্তনে কেন যাচ্ছেন ? নাগপুরে গিয়ে জানাবেন প্রণব মুখার্জি

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদকঃ আগামী ৭ জুন নাগপুরে অনুষ্ঠিত আরএসএসের নতুন স্বেচ্ছাসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যাচ্ছেন তা নিয়ে আর কোন সন্দেহ নেই। তবে তিনি কেন যাচ্ছেন ? এর ব্যাখা তিনি ওই সভা থেকেই দেবেন বলে জানিয়েছেন স্বয়ং প্রণববাবু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন,দেশের অনেক মানুষ তাঁকে ফোন করে বা চিঠি দিয়ে এই সভায় না যেতে অনুরোধ করেছেন। এমনকি তাঁর বেশ কয়েকজন বন্ধুও যেতে বারণ করেছেন,তবে তিনি যাবেন।সেখানে উপস্থিত আরএসএসের স্বেচ্ছাসেবকদের সামনে বক্তব্য রাখবেন। সেই মঞ্চ থেকেই কেন তিনি আরএসএসের সভায় এসেছেন তার যুক্তিনির্ভর ব্যাখ্যা দেবেন।

প্রাক্তণ রাষ্ট্রপতির ঘনিষ্ট মহল থেকে জানা গেছে,মূলত মর্তাদশ গত যে বিভেদ তার ব্যাখা তিনি এই সভায় দিতে পারেন। সেই আমাদের দেশের সংস্কৃতির পক্ষে আরএসএসের মতাদর্শের ভুলগুলিও তিনি তুলে ধরতে পারেন। এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরএসএসের সংস্কৃতির কথা তুলে ধরে প্রাক্তণ রাষ্টপতিকে চিঠি দিয়েছিলেন। অন্যদিকে আর কংগ্রেস নেতা পি,চিদাম্বরমও প্রণববাবুকে চিঠি দিয়ে ওই সভায় না যাওয়ার অনুরোধ করেছেন। তা সত্ত্বে প্রণববাবু ওই সভায় যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন এবং ওখানে গিয়ে তার ব্যাখা দেবেন বলে জানিয়ে দিয়েছেন।

Advertisement

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 12 =