কলকাতা 

প্রান্তজ প্রতিভার প্রেরণা সম্প্রীতি আকাদেমি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শেখ আব্দুল মান্নান : প্রান্তজ মানুষের সুখ, দু:খ,শিক্ষা সংস্কৃতি নিয়ে নগর কলকাতায় এ যাবৎ যত প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অনন্যতার দাবিদার ‘সম্প্রীতি আকাদেমি’। বিগত ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের প্রান্তজ মানুষের সামগ্রিক বিকাশের স্বার্থে এবং সমাজের সব শ্রেণীর সমন্বয় সাধনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে সম্প্রীতি আকাদেমি। পাশাপাশি প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানে প্রান্তজ মানুষের জীবন-জীবীকার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা সভা এবং কৃতিদের সম্মানও জানিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। গত ৯ আগস্ট শুক্রবার আকাদেমির কেওড়াপুকুর, সুকান্তপল্লি, কলকাতা-৮২ স্থিত কার্যালয় ‘মিলনবীথি’তে অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা, গ্রন্থ প্রকাশ ও গুণিজন সম্মাননায় সমৃদ্ধ ছিল এদিনের অনুষ্ঠান।


আকাদেমির সম্পাদক তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর ও সাবেক প্রধান ড . সুরঞ্জন মিদ্দের প্রাক-কথনের মধ্যে দিয়ে শুরু হয় ‘সাঁওতাল বিদ্রোহ:ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা।সভামুখ্য শিবনাথ হাঁসদা এবং বিশেষ অতিথি রিয়া মন্ডলের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেন শিক্ষাবিদ সমাজ সংস্কারক গবেষক গণেশ হেমব্রম ও আব্দুর রহিম গাজী।
এছাড়া এদিন অনুষ্ঠানে সমাজের প্রান্তজ শ্রেণীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য স্বকর্মে সুপ্রতিষ্ঠিত তিনজন কৃতিকেও সম্মানিত করা হয়। এদের মধ্যে প্রান্তজ সমাজের বিভিন্ন দিক সম্বলিত একাধিক গ্রন্থ রচয়িতা কার্তিকচন্দ্র বাআদাকে সম্মানিত করা হয় ‘রঘুনাথ মুরমু সম্মানে’। কবি সাংবাদিক দেবাশিস শেঠকে সম্মানিত করা হয় ‘আহমদ শরীফ সম্মানে’। উল্লেখ্য দেবাশিস ‘ধর্মমঙ্গলের কবি রামদাস’ ‘যুগশ্রষ্ঠা রামমোহন’ ও ‘ স্বাধীনতা আন্দোলনে আরামবাগ’ শীর্ষক মূল্যবান গ্রন্থগুলির রচয়িতা। সাঁওতালি ভাষার গবেষক তথা বিশ্বখ্যাত ‘সাঁওতালি মেডিসিন’ গ্রন্থের রূপকার ড. সুস্নাত জানাকে এদিন প্রদান করা হয় ‘পি.ও.বোডিং সম্মান’।

Advertisement


অনুষ্ঠানে আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল গ্রন্থ প্রকাশ। ড .সুরঞ্জন মিদ্দে রচিত নান্দনিক প্রকাশনির ‘প্রান্তজনের সাহিত্যচর্চা’ শীর্ষক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ঘটানো হয়।
এদিন কয়েকজন প্রতিভাবান গবেষকদেরও সম্প্রীতি আকাদেমির তরফে উৎসাহব্যঞ্জক সম্মান প্রদান করা হয়। মানপত্র, পুষ্পস্তবক, পুরস্কারাদি সহ অতিথি ও গুণিজনদের সম্মানিত করেন আকাদেমির সভাপতি সুমনপাল ভিক্ষু, কাজি তাজউদ্দিন, অমিতাভ বিশ্বাস, রূপালী বিশ্বাস, মোহন গঙ্গোপাধ্যায়, কৌশিক ঘোষ, কার্তিক চন্দ্র নস্কর, সহদেব দাস, বিপ্লব মন্ডল, বিলাশ মাল, রিয়া মন্ডল, শ্যামল প্রামানিক, দিলীপ মিত্র, তনয়া আফরোজ, তরুণ সরকার,দিপঙ্কর বিশ্বাস, তরুণ সরকার ও মহম্মদ হাফিজ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + eight =