কলকাতা 

বিধাননগর পুরনিগমের মেয়র পদে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিধাননগর পুর নিগমের নতুন মেয়র হিসাবে শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী । তিনি সব্যসাচী দত্তের বিকল্প হিসাবে দায়িত্ব নিলেন । তবে ডেপুটি মেয়র পদে থাকলেন তাপস চট্টোপাধ্যায়৷ অভিজ্ঞতার উপর ভরসা রেখে দলের পুরনো যোদ্ধা অনীতা মণ্ডলকে চেয়ারপার্সন পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শনিবার শপথ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান কৃষ্ণা চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ৷ বিধাননগরের মেয়রের দায়িত্ব নিয়ে আমি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করব৷ কোনও ভেদাভেদ থাকবে না৷ উনি আমাদের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করার শিক্ষা দিয়েছেন৷ সেই পথেই আমিও হাঁটব৷ জাতপাত, ধর্মের ভিত্তিতে কোনও ভাগ থাকবে না৷’’ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা৷ ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পূর্ণেন্দু বসু৷ অনুষ্ঠানে দেখা যায় রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষকেও৷

দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে সব্যসাচী দত্তকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় । তাঁর বিরুদ্ধে অনাস্থাও আনা হয় । কিন্ত সেই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে সব্যসাচী দত্ত হাইকোর্টে যান । হাইকোর্ট টেকনিক্যাল কারণ দেখিয়ে ওই অনাস্থা খারিজ করে দেয় । তারপরেই সব্যসাচী দত্ত মেয়র পদ থেকে পদত্যাগ করেন । কিন্ত পদত্যাগেরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও মেয়র পদে কাউকে দায়িত্ব না দেওয়ায় প্রশ্ন ওঠে । তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে সিদ্ধান্ত নেন বিধাননগর পুর নিগমের প্রথম চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তীকেই মেয়র করার । সেই সিদ্ধান্ত মতই শনিবার কৃষ্ণা চক্রবর্তী মেয়র হিসাবে শপথ নিলেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment