কলকাতা 

আর জি কর হাসপাতালের সামনে যানজট কাটাতে ও কলকাতা ষ্টেশনের পথকে মসৃণ করতে সেতু নির্মাণ করবে সরকার , বিজ্ঞপ্তি জারি নবান্নের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর কলকাতায় যানজট কমাতে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার । এজন্য তৈরি হচ্ছে আর একটি সেতু।

রীতিমত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার এখবর জানিয়েছে ।নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিনের ব্যস্ত সময়ে আরজি কর হাসপাতালের সামনে যান চলাচল মসৃণ করতেই আরজি কর রোডে সার্কুলার ক্যানালে এই নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে

নবান্নের তরফে জানানো হয়েছে, আরজি কর রোডে সার্কুলার ক্যানালের উপর তৈরি করা হবে এই সেতু। একদিকে ক্যানাল ওয়েস্ট রোড এবং অন্যদিকে রাইচরণ সাধুখাঁ রোডকে সংযোগ করবে এই ব্রিজটি। ইতিমধ্যেই সেতু নির্মাণের জন্য বিভিন্ন নির্মাণকারী সংস্থার কাছ থেকে টেন্ডার চেয়েছে কেএমডিএ। সেতু তৈরির টপোগ্রাফিক সার্ভে এবং ওই এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে সেতুর নকশা কেমন হবে তার বিস্তারিতও এই টেন্ডারেই জানাতে হবে।

শ্যামবাজরের অদূরে আরজি কর হাসপাতালের সামনের দিকের রাস্তায় সব সময় যানজট থাকে । এমনকি সাধারন মানুষের যাতায়াত করতে অসুবিধা হয় ।প্রতিদিন হাসপাতালে বহু মানুষের যাতায়াতের কারণে যানজট নিত্যদিনের সঙ্গী। সেই সব দিকের কথা মাথায় রেখেই ওই এলাকার যান চলাচল মসৃণ করতে এই নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অনুমান, উত্তরপূর্ব কলকাতা থেকে কলকাতা স্টেশন পৌঁছানোর ক্ষেত্রেও অনেকটাই সময় বাঁচাবে এই সেতু।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment