কলকাতা 

কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি থেকে সরে দাঁড়ালেন প্রসেনজিৎ : পদ থেকে সরানো হয়েছে , কিন্ত তা জানানো হয়নি ; ন্যুনতম সৌজন্যের অভাবে অপমানিতবোধ করছেন অভিনেতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে , আবার ওই কমিটিতে অন্যতম সদস্য হিসেবে নেওয়া হয়েছে অপর্ণা সেনকে । অপর্ণা সেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে সরকারি কোনো কমিটিতে আসেননি । এবারই প্রথম তিনি এই ধরনের কমিটিতে এলেন । এটা একটা গুরুত্বপূর্ণ দিক ।

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁকে কোনোভাবে জানানো হয়নি । তাই তিনি এতে অপমানিত বোধ করেছেন । সেজন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ।চেয়ারম্যান পদে না থাকলেও নতুন কমিটির সদস্য তালিকায় নাম ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। শোনা যাচ্ছে, সময়ের অভাবে চলচ্চিত্র উৎসবের সব রকম দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন অভিনেতা। এ বছর চেয়ারম্যান হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। যদিও তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করা হয়নি।

Advertisement

কমিটি থেকে নাম তুলে নেওয়া প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘‘আমি খুব দুঃখ পেয়েছি। আমাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা অফিশিয়ালি জানানো পর্যন্ত হয়নি। আমি জেনেছি মিডিয়ার কাছ থেকে। তবে এ বছর আমি সত্যিই খুব ব্যস্ত। কোনও দায়িত্ব নিলে, তার সঙ্গে জাস্টিস করতে পারব না। তাই অব্যাহতি চেয়েছি। তবে রাজের প্রতি আমার পূর্ণ সহযোগিতা রয়েছে। ওকে বলেছি, ওর প্রয়োজনে সব সময় পাশে থাকব।’’

অন্য দিকে কমিটির তালিকায় উল্লেখযোগ্য সংযোজন অপর্ণা সেন। এর আগে কেআইএফএফ-এর কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না পরিচালক-অভিনেত্রী। এ ছাড়া রাজ্যের বর্তমান শাসকদলের সঙ্গে সচেতন দূরত্ব বজায় রেখেই চলেন বামমনোভাবাপন্ন এই অভিনেত্রী। সম্প্রতি এনআরএসে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলাকালীন তিনি সেখানে গিয়ে বক্তব্য রাখেন ও মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের জন্য আহ্বান জানান। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির বিচারে অপর্ণার এই সংযোজন গুরুত্বের দাবি রাখে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 2 =