আন্তর্জাতিক 

মক্কায় শুরু হয়ে গেল হজ্বের প্রক্রিয়া ‘ লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ‘ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনর ডেস্ক : ইসলামের পবিত্র স্থান মক্কায় শুরু হয়েছে হজ্ব প্রক্রিয়া । বিশ্বের প্রায় ৩০ লক্ষ মানুষ এই হজ যাত্রায় সামিল হয়েছে ।লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত কাবা চত্ত্বর। গতকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ্ব প্রক্রিয়া তা চলবে ১৪ ই আগষ্ট পর্যন্ত।

গতকাল শুক্রবার হজযাত্রীরা মিনাতে যাবেন। আজ শনিবরা সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে হাজির হবেন। দুপুরে খুৎবা শুনে জোহরের  নামায পড়বেন। তারপরেই মুজদালিফায় গমন করবেন হাজিরা। সেখানে মাগরিব ও ইশার নামায  একসঙ্গে পড়বেন। সারারাত জাবালে রহমত পাহাড়ের উপর উম্মুক্ত আকাশের নিচেই ইবাদতে সামিল হবেন হজযাত্রীরা। তারপরেই মিনার জামারাতে গিয়ে শয়তান কে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরে আসবেন সমস্ত হজযাত্রী। ১১ ই আগষ্ট ঈদুল আজহার নামায পরেই কুরবানী দিয়ে মস্তক মুন্ডন করে ফের মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। তারপরেই তাওয়াফ সেরে বাড়ি ফেরার পালা শুরু হবে হজযাত্রীদের।

Advertisement

বিশ্বের আর কোনো ধর্মে এত মানুষ একসঙ্গে সামিল হওয়ার নজীর নেই । হজযাত্রা ধনীদের জন্য ফরয করা হয়েছে । লক্ষ লক্ষ মুসলিমদের সমাগমে মক্কা নগরী এখন কল্লোলিত হয়ে উঠেছে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two − 2 =