কলকাতা 

নজরে ২০২১ বিধানসভা নির্বাচন ;বাংলার দলীয় সাংসদদের জনসংযোগের পাঠ দিতে ক্লাস নেবেন মোদী ; সঙ্গে থাকবেন অমিত শাহ ও জেপি নাড্ডা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্যের পর এবার নজর বিধানসভা নির্বাচনের দিকে মোদী-শাহের । কিন্ত বাংলা থেকে জেতা ১৮ জন সাংসদ সবাই নবীন । তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেবার উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতৃত্ব । আর এই প্রশিক্ষন হতে চলেছে আগামী ৩ ও ৪ আগষ্ট । প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি নিজেও প্রায় দু মাস ধরে চলা সংসদে অধিবেশনে বাংলার বিজেপি সাংসদদের কাজে খুশি নন বলে জানা গেছে । তাই প্রশিক্ষন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এই প্রশিক্ষন শিবিরে শুধুমাত্র নরেন্দ্র মোদী একা থাকবেন না , থাকবেন বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , কার্যনিবাহী সভাপতি জেপি নাড্ডা সহ বর্ষীয়ান বেশ কয়েক জন বিজেপি সাংসদ ।

২০১৪ লোকসভায় বিজেপির টিকিটে বাংলা থেকে সংসদে গিয়েছিলেন দুজন সাংসদ। সেই দু-জন অর্থাৎ বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া ছাড়া বাকিরা সংসদীয় রাজনীতিতে নতুন। তাই তাঁদের ক্লাস নেবেন মোদী। দেবেন প্রয়োজনীয় পরামর্শ। প্রথমবার যাঁরা সাংসদ হয়েছেন, তাঁদের বিশেষ ট্রেনিং দেওয়া হবে।

Advertisement

ইতিমধ্যে দু-মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু সাংসদদের পারফরম্যান্সে খুশি নন নরেন্দ্র মোদী। তাই নবনির্বাচিত সাংসদদের ট্রেনিং দিয়ে আগামী পাঁচ বছরের কাজ বুঝিয়ে দিতে চাইছে বিজেপি। সংসদের অধিবেশনের পাশাপাশি সংসদীয় এলাকায় কীভাবে জনসংযোগ করতে হবে, কীভাবে মানুষের পাশে থাকতে হবে, তা বুঝিয়ে দেবেন নরেন্দ্র মোদী স্বয়ং।

এখানেই শেষ নয়, সাংসদ তহবিলের টাকা সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কাজে লাগানোর জন্যও প্রয়োজনীয় পরামর্শ দেবেন মোদী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =