দেশ 

কাশ্মীরে জঙ্গীদের টার্গেট হওয়া উচিত দুর্নীতিগ্রস্থ নেতা ও আমলা , সাধারন মানুষ নন , রাজ্যপালের এই বির্তকিত মন্তব্যকে ঘিরে দেশজুড়ে সমালোচনার মুখে পাল্টি খেলেন সত্যপাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার কারগিল বিষয় নিয়ে এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীরের জঙ্গীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন , সাধারন মানুষ , সেনাবাহিনী এবং পুলিশ ও প্রশাসন কর্তাদের উপর হামলা না চালিয়ে দুর্নীতিগ্রস্থ নেতা ও আমলাদের ওপর হামলা করুন বলে কাশ্মীরের মুখ্যমন্ত্রী সত্যপাল মালিক মন্তব্য করেছিলেন । আর সেই মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনা শুরু হয়ে । সমালোচনার কারণে আবার সোমবার সত্যপাল মালিক বলেন ,রাগেই এই কথা বলেছেন। তবে রাজ্যপাল হিসেবে এই ধরনের মন্তব্য তাঁর এড়িয়ে যাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
কারগিল নিয়ে এক অনুষ্ঠানে সত্যপাল মালিক বলেন, এক বালক যে অস্ত্র তুলে নিয়েছে, সে তার নিজের লোকেদের হত্যা করছে। যাদের মধ্যে রয়েছে, পিএসও( পার্সোনাল সিকিওরিটি অফিটার) এবং এসপিও( স্পেশাল পুলিশ অফিসার)। কেন তাঁদের মারা হচ্ছে। তাদের মারো যারা কাশ্মীরের সম্পদ চুরি করছে। এমন কাউকে এখনও পর্যন্ত মেরেছ কি। জঙ্গিদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, রাজনৈতিক পরিবার, যাঁরা রাজ্য শাসন করেছে, সারা বিশ্ব জুড়ে তাদের সম্পত্তি। যেসব হয়েছে সাধারণের টাকা লুট করে। এসম্পর্কে তিনি বলেন, একটি বাড়ি রয়েছে শ্রীনগরে, একটা দিল্লি, একটা দুবাই অপরটি লন্ডনে। সেইসব পরিবার বড় বড় হোটেলের অংশীদারও বটে। অভিযোগ করেছেন রাজ্যপাল।
রাগে পড়েই এই মন্তব্য তিনি করেছিলেন, জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজনীতিকদের দুর্নীতিতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। রাজ্যপাল হিসেবে এইধরনের মন্তব্য থেকে তাঁর দূরে থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সত্যপাল মালিক।
রাজ্যপালের আগেকার মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন ওমর আবদুল্লা। এদিন পাল্টা দিয়েছেন সত্যপাল মালিক। তিনি ওমর আবদুল্লাকে রাজনৈতিকভাবে শিশু বলে কটাক্ষ করেছেন। ওমর আবদুল্লা বলেছিলেন এরপর কোনও রাজনীতিক, কোনও আমলা জঙ্গি হামলায় মারা গেলে তখন রাজ্যপালকেই দায়ী করা হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 7 =