আন্তর্জাতিক 

বাংলাদেশের সংখ্যালঘুদের নেত্রী প্রিয়া সাহা মার্কিন মুলুকে কী মন্তব্য করেছেন যাকে ঘিরে সেদেশে জোর বির্তক চলছে ; জানতে চান ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু সমাজের অন্যমত প্রথম সারির নেত্রী প্রিয়ার সাহার মার্কিন মুলুকে এক মন্তব্যকে ঘিরে সেদেশে চাঞ্চল্য দেখা দিয়েছে ।  তাঁর বাড়ির সামনে ধর্ণায় বসে যান শাসক আওয়ামী লীগে জনপ্রতিনিধিরা । তবে এই ঘটনার পরেই বাংলাদেশ এবং তার বাইরের দেশগুলিতে ব্যাপক সমালোচনা শুরু হয়ে যায় । তসলিমার মত মানুষও প্রিয়ার সাহার বক্তব্যে সহমত পোষণ করেন ।

আর চাপের মুখেই খানিকটা নমনীয় মনোভাব নিয়েছে ক্ষোভে ফুঁসে ওঠে হাসিনা সরকার। হাসিনা সরকারের দাবি প্রিয়ার ব্যাখ্যা না শুনে কোনও মন্তব্য বা আইনি পদক্ষেপ নেওয়া চলবে না।

Advertisement

প্রসঙ্গত, ওয়াশিংটনে ধর্মীয় সংখ্য়ালঘুদের এক আলোচনা সভা আয়োজিত হয়েছিল হোটাইট হাউসে। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখনেই জনসমক্ষে প্রিয়া জানান বাংলাদেশে ৩ কোটি ৭০ লক্ষ সংখ্যালঘু মানুষ নিখোঁজ।দেশভাগের সময় সংখ্যালঘুরা সেখানে মোট জনসংখ্যার ২৯.৭ শতাংশ ছিল। কিন্তু ২০০১ সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুর শতাংশ মোট জনসংখ্যার ৯.৭ শতাংশ। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রিয়া সাহাকে ঘিরৈ রীতিমতো তোলপাড় গোটা বাংলাদেশ। সেদেশের শাসকদল আওয়ামী লিগের দাবি, এটা সরকার বিরোধী চক্রান্ত কেলমাত্র। প্রথমে প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশের আইনমন্ত্রক। তবে বর্তমানে লন্ডনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দেন গোটা বিষয় পর্যালোচনা না করে কোনও আইনি পদক্ষেপ নেওয়া চলবে না। আর তার জেরে ২ টি মামলা তুলে নেয় বাংলাদেশ সরকার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =