কলকাতা 

ইভিএম নয় , ব্যালট চাই একুশের সভায় এই ইস্যুতে গণ-আন্দোলনের ডাক মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি ইভিএম কারচুপি করে জিতেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ভোটের ফল প্রকাশের দিনেই এই অভিযোগ করেছিলেন । তারপর থেকে যত দিন গেছে ততই তিনি বলেছেন ইভিএম নয় , ব্যালটেই নির্বাচন করতে হবে ।

রবিবারের ২১ জুলাইয়ের শহীদ দিবসেও তিনি একই দাবি করলেন । তিনি বলেন , যেসব উন্নত দেশ ইভিএম আবিস্কার করেছে তারা কি ইভিএম এখন ভোট নেয় ? আমেরিকা তো বিরাট দেশ সেখানকার ভোটে কী ইভিএম ব্যবহার হয় । গ্রেট ব্রিটেনের নির্বাচনে কী ইভিএম ব্যবহার হয় ? না এসব দেশে ইভিএমে ভোট নেওয়া হয় না । কারণ ইভিএমে কারচুপি সম্ভাবনা থাকে । তাই এসব দেশে ইভিএমে ভোট নেওয়া হয় না । জনাদেশকে সঠিকভাবে প্রতিফলিত করতে হলে অবশ্যই ইভিএমকে বাতিল করে ব্যালটে ভোট করাতে হবে । তৃণমূল নেত্রী এদিনের মঞ্চ থেকে ঘোষনা করেন ইভিএম বাতিল করার দাবিতে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে যাবে ।

Advertisement

উল্লেখ্য , আজ থেকে ২৬ বছর আগে নো আইডেন্টি কার্ড , নো ভোটের দাবিতে যুব কংগ্রেস রাইটার্স বিল্ডিং অবরোধের ডাক দিয়েছিল । মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন । তাঁর ডাকেই মহাকরণ অভিযান হয় । সেই অভিযানেই ১৩ জন যুব কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল । তাদের স্মরণেই প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে থাকেন ।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চকে দলীয় সভায় পরিণত করে নানা নির্দেশ দিতেন । কিন্ত এবারের শহীদ দিবসের আগে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ১৮ আসন পেয়ে যায় । যার ফলে রাজ্যের তৃণমূল সরকার বেশ খানিকটা চাপে আছে । তারপর থেকে নানা সময়ে তৃণমূলের দলের ভাঙন লক্ষ্য করা যাচ্ছে । মমতার অভিযোগ তার দলকে হারানো জন্য বিজেপি ইভিএম কারচুপি করেছে । সেই জন্য এবারের শহীদ দিবসের প্রধান ডাক হল ইভিএম হঠাও , ব্যালট লাও ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ