জেলা 

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাটপাড়া ; চালু হল বিশেষ হোয়াটঅ্যাপাস নম্বর ; মাইকিং করে সাধারন মানুষকে সাহস দিচ্ছে পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্বাভাবিক ছন্দে ফিরছে ভাটপাড়া । দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে অশান্ত থাকার পর শান্তির পথে ভাটপাড়া । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে কোন মূল্যে ভাটপাড়া এলাকায় ৭২ ঘণ্টার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্দেশ  প্রশাসনের ঐকান্তিক ইচ্ছায় ধীরে ধীরে শান্তি ফিরছে  এলাকায় ৷প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শান্তি প্রতিষ্ঠা করেছে এলাকায়।

বারাকপুরের বর্তমান পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে ভাটপাড়া এলাকায় ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। এলাকাবাসীর উদ্দেশ্যে ভাটপাড়া থানার পক্ষ থেকে মাইকিং করে ঘোষনা করা হচ্ছে, ভাটপাড়াবাসীরা এখন স্বাভাবিক ভাবে দোকান বাজার করুন, ব্যবসায়ীরা দোকান খুলুন। যারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তারা নিজেদের বাড়িতে ফিরে আসুন। প্রশাসন সার্বিক ভাবে এলাকাবাসীর নিরাপত্তা দেবে।

Advertisement

সোমবার বিকেলে ভাটপাড়া এলাকার ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ কমিশনার মনোজ বর্মা বৈঠক করেন। ভাটপাড়াবাসীদের সকলের জন্য একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করে প্রশাসন। ওই নম্বরে যে কোন ব্যাক্তি যে কোন তথ্য বা ছবি পাঠাতে পারবে, পুলিশ দ্রুত সেই ছবি ও তথ্যের সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবে। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, যে বা যারা যে তথ্য কিংবা ছবি ওই নম্বরে পাঠাবে, তার গোপনীয়তা বজায় রেখেই পুলিশ সেই বিষয়ের তদন্ত শুরু করবে।

ভাটপাড়া এলাকায় বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনে ও রাতে নিয়ম করে চলছে পুলিশি টহল৷ প্রশাসনিক পদক্ষেপে খুশি ভাটপাড়ার বাসিন্দারা৷

লোকসভা নির্বাচনের সময় থেকেই অশান্তির আগুন জ্বলে ওঠে ভাটপাড়ায় । প্রথমে বিজেপি বনাম তৃণমূল দলের মধ্যে সংঘর্ষ হলেও পরে তা দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে । উল্লেখ্য এই এলাকায় দুই সম্প্রদায়ের অধিকাংশ মানুষ অবাঙালি । তাই কোনো ভাবে শান্তি ফেরানো সম্ভব হয়নি । ফলে মুখ্যমন্ত্রীকে কড়া অবস্থান নিতে হয় । ৭২ ঘন্টার মধ্যে শান্তি ফেরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও বদলী করেন । নতুন দায়িত্ব পেয়েই মনোজ বর্মা এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয় ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 10 =