জেলা 

সিঙ্গুরে শিল্প চান খোদ তৃণমুল বিধায়ক ও জমি আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টচার্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিঙ্গুরে শিল্পের পক্ষে সওয়াল করলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য । তিনি আজ  সাংবাদিকদের বলেন , সিঙ্গুরে শিল্প আমরাই চাইছি। তবে কখনও কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে নয়। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মাস্টারমশাইয়ের দাবি, সিঙ্গুরে চাষিরা স্বেচ্ছায় জমি দিলে সেখানে শিল্প গড়তে সমস্যা কোথায়। শুধু টাটা কেন, যে কোনও শিল্পপতিই সিঙ্গুরে আসতে পারেন, কারাখানা গড়তে পারেন। এখানকার মানুষ তাঁদের স্বাগত জানাবে বলে মন্তব্য সিঙ্গুর জমি আন্দোলনের এই নেতা।

বাম জমানায়  টাটা গোষ্ঠী সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার জন্য জমি রাজ্য সরকারের কাছ থেকে পাওয়ার পর তৃণমূল কংগ্রেস তীব্র আন্দোলন করেছিল । অনিচ্ছুক চাষিদের জমি অধিগ্রহণের বিরোধিতা করা আন্দোলন এমন পর্যায়ে যায় যে গোটা দেশের নজর কাড়ে ৷ আর বাংলার তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে চাষিদের পাশে দাঁড়িয়ে রাজ্যে তিনি তাঁর রাজনৈতিক জমিকে আরও সুদৃঢ় করেন৷ বিরোধিতার মুখে পড়ে টাটার ন্যানো প্রকল্প এই রাজ্যের সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যান৷

Advertisement

সেই সিঙ্গুরেই এবার শিল্প চায় বিজেপি। সিঙ্গুরের মাটিতে যাতে ফের টাটাকে ফেরানো যায় তা নিয়ে নতুন করে আওয়াজ তুলেছেন হুগলি লোকসভা আসনের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যে সিঙ্গুর মুখ্যমন্ত্রী হিসাবে মমতার রাস্তাকে আরও মসৃণ করে তুলেছিল এখন সেখানকার মানুষই মুখ ফিরিয়ে নিয়েছেন মমতার থেকে। সিঙ্গুরের শক্ত মাটিতে ক্রমশ বাঁধন হালকা হচ্ছে তৃণমূলের। সে জায়গায় ক্রমশ মাথা তুলে দাঁড়াচ্ছে বিজেপি। এই অবস্থায় তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − two =