জেলা 

পুলিশের বাধা অতিক্রম করেই ভাটপাড়ায় শান্তি মিছিল করল বিমান-সোমেন-সেলিমরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার ভাটপাড়ায় বাম-কংগ্রেসের যৌথ শান্তি মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয় । পুলিশের বক্তব্য হল এলাকায় ১৪৪ ধারা জারি আছে তাই মিছিল করা যাবে না । পুলিশের বাধা পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বাম ও কংগ্রেস কর্মীরা ৷ ভাঙা হল একের পর এক ব্যারিকেড৷ রাস্তায় বসে পড়লেন বিক্ষোভকারীরা৷ ছুটে আসেন পুলিশ কমিশনার মনোজ বর্মা । তিনি কথা বলেন বিমান বসু ও সোমেন মিত্রের সঙ্গে । তারপর মিছিল হয় । ভাটপাড়ায় থানায় গিয়ে স্মারক লিপি প্রদান করা হয় । এদিনে মিছিলে কোনো দলেরই পতাকা ছিল না ।

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন , বলেন, “সব শান্তিকামী মানুষ একসঙ্গে পা মিলিয়েছে। পথই পথ দেখাবে।

Advertisement

”বিমান বসু বলেন, “শান্তি মিছিলে রং মুছে লোক এসেছে। শান্তি মিছিলে সবাই আসতে পারে। তৃণমূলই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছে। এখন দানবীয় শক্তিরূপে দেখা দিয়েছে বিজেপি। সঙ্গত দিচ্ছে তৃণমূল। এসবের মোকাবিলায় মিছিল হবে। মানুষ এরই প্রতিবাদ করছে। শান্তি মিছিল বার বার হবে।”

এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন সাংসদ মুহাম্মদ সেলিম ৷

উল্লেখ্য ,পুলিশ-জনতার দফায় দফায় সংঘর্ষে প্রায় একসপ্তাহ ধরে উত্তপ্ত উত্তর ২৪ পরগণার ভাটাপাড়া অঞ্চল৷ আপাতত সংঘর্ষ বন্ধ হলেও এলাকায় আবহাওয়া থমথমে৷

লোকসভা ভোটের পর এই প্রথম কংগ্রেস সিপিএম এক সঙ্গে মিছিল করল । এই জোট আগামী দিনে বজায় থাকে কিনা তা দেখার ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 17 =