কলকাতা 

কাটমানির অভিযোগে এলে গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিল পুলিশকে নবান্ন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কোনো নেতা পঞ্চায়েত প্রতিনিধি কিংবা পুর প্রতিনিধি তোলা বা কাটমানি চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘোষণা পর জেলায় জেরায় বিক্ষোভ শুরু হয়েছে । আর এই বিক্ষোভে নাজেহাল হয়ে পড়েছে শাসক দল তৃণমূল ।

এবার সেই বিক্ষোভে রাশ টানতে পুলিশে অভিযোগ করার কথা বরা হচ্ছে । এর আগে ‘কাটমানি’ উদ্ধারে অভিযোগ জানাতে নির্দিষ্ট মোবাইল নম্বর দেওয়া হয়েছিল৷ এবার আরও কড়া পদক্ষেপর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ প্রত্যেক জেলার পুলিশ সুপারদের ‘কাটমানি’ সংক্রান্ত অভিযোগ এলে গুরুত্বসহকারে শোনার কথা বলা হয়েছে৷ অভিযোগের সত্যতা থাকলে জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে৷

Advertisement

নবান্নে সোমবার পুলিসের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং জানিয়েছেন, ‘কাটমানি’ সংক্রান্ত অভিযোগের উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে সরাকারি কর্মী বা জনপ্রতিনিধির বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা করা যাবে৷ অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কারদণ্ড পর্যন্ত হবে৷

গত ১৮ জুন নজরুল মঞ্চ থেকে দলের জনপ্রতিনিধিদের ‘কাটমানি’ নেওয়ার বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের কেই তা নিয়ে তাকলে ফেরৎ দেওয়ার কথাও বলেন তিনি৷ তারপর থেকেই রাজ্যজুড়ে ত্রাহি ত্রাহি রব৷ বিভিন্ন জায়গায় তৃণমূল জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও শুরু হয়েছে৷

তাই এই ইস্যুতে বিরোধীদের ফায়দা তুলতে দিতে নারাজ জোড়াফুল শিবির৷ তাই দোষীদের প্রশাসনের মাধ্যমে শাস্তির বিধান করেই কড়া জাবব দিতে চান তিনি৷ বিধানসভার আগে এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মনে করছে শাসক দল৷ প্রথম, দক্ষ, নিরপেক্ষ প্রশাসকের ছবি তুলে ধরা যাবে৷ দ্বিতীয়ত, দলের দুর্নীতিবাজ নেতা, কর্মীদের বিরুদ্ধেও বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − six =