কলকাতা 

সমগ্র দেশের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার মানে পঞ্চম ; এক গুচ্ছ নিয়মের পরিবর্তন হচ্ছে ; কলকাতা বিশ্ববিদ্যালয়ে কী পরিবর্তন আসছে জানতে চান ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পরীক্ষা পদ্ধতির নিয়মের পরিবর্তন আনতে চেলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় । শৃঙ্খলার স্বার্থে ও অসাধু উপায় যাতে অবলম্বন করতে না পারে তার জন্য স্নাতকোত্তর পরীক্ষা এবার থেকে অন্য কেন্দ্রে গিয়ে দিতে হবে ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে। তাই স্বচ্ছতার স্বার্থে এই পদক্ষেপ নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার সংবাদ মাধ্যমের কাছে এই খবর দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

এই প্রথম রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় এমন নিয়ম চালু করতে   করতে চলেছে। কলেজের ক্ষেত্রে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের যেমন অন্য পরীক্ষা কেন্দ্রে যেতে হয় ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদেরও যেতে হবে। এক্ষেত্রে স্বচ্ছতা আরও স্পষ্ট হবে। এদিন বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডাকেন উপাচার্য। পোস্ট গ্রাজুয়েশনের ভরতির আবেদন প্রক্রিয়া অনলাইনে করার সঙ্গে সঙ্গে পরীক্ষা গ্রহণও পর্বও অনুষ্ঠিত হবে অনলাইনে। একথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতেই সাংবাদিক বৈঠক ডাকেন উপাচার্য।

Advertisement

এদিনের সাংবাদিক বৈঠকে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস চট্টোপাধ্যায় ও সায়েন্স বিভাগের সচিব অমিত রায়। এদিন সাংবাদিকদের সামনে অবতীর্ণ হয়ে তাঁরা তাঁদের নয়া উদ্যোগ নিয়ে সবিস্তারে জানান। ভরতির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করেছেন। তেমনই প্রবেশিকা পরীক্ষার পরীক্ষা গ্রহণ প্রক্রিয়াও হবে সেই অনলাইনেই।

এদিন উপাচার্য সাংবাদিকদের জানান, “ইন্ডিয়া টুডে’র র‍্যাঙ্কিংয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থান অধিকার করেছে। রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেই সঙ্গে সুখবর, কলকাতা বিশ্ববিদ্যালয় যেমন তাদের অনলাইন ভরতি প্রক্রিয়া করছে তেমনই প্রবেশিকা পরীক্ষাও অনলাইন করা হল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + 11 =